গুন্য ; গুণক ; গুণফল এগুলো সবই এসেছে গুণ থেকে । সেজন্য আগে আমাদের গুণ সম্পর্কে জানতে হবে। নিচে এখানে ক্লিক করে গুণ সম্পর্কে জানতে পারবে ।
এখানে যা জানতে পারবে তা হলো –
- গুণ কি?
- গুণকে কেনো যোগের সংক্ষিপ্ত রূপ বলে
- গুণের বিনিময় নিয়ম
- গুণের কতোগুলি সংকেত ব্যবহার করা হয়
> গুণ্য কাকে বলে ?
গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে ।
উদাহরণ-
১. আমরা ৫ কে ৪ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৫ × ৪ = ২০ ; এখানে গুন্য= ৫ ।
২. আমরা ৬ কে ৭ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৬ × ৭ = ৪২ ; এখানে গুন্য = ৬ ।
>গুণক কাকে বলে ?
গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে ।
উদাহরণ-
১ . আমরা ৫ কে ৪ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৫ × ৪ = ২০ ; এখানে গুণক = ৪ ।
২ . আমরা ৬ কে ৭ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৬ × ৭ = ৪২ ; এখানে গুণক = ৭ ।
>গুণফল কাকে বলে ?
গণিতশাস্ত্রে দুটি সংখ্যা গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে ।
উদাহরণ –
১ . আমরা ৫ কে ৪ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৫ × ৪ = ২০ ; এখানে গুণফল = ২০ ।
২. আমরা ৬ কে ৭ দিয়ে গুণ করবো । অর্থাৎ , ৬ × ৭ = ৪২ ; এখানে গুণফল = ৪২ ।
গুণ / গুণন | গুন্য | গুণক | গুণফল |
৩ কে ৪ দিয়ে গুণ । অর্থাৎ, ৩ × ৪ = ১২ | ৩ | ৪ | ১২ |
৫ কে ৪ দিয়ে গুণ । অর্থাৎ, ৫ × ৪=২০ | ৫ | ৪ | ২০ |
৬ কে ৭ দিয়ে গুণ । অর্থাৎ, ৬ × ৭ = ৪২ | ৬ | ৭ | ৪২ |
> গুন্য ও গুণকের উপর গুণের বিনিময়যোগ্যতা ধর্মের প্রভাবঃ
আমারা গুণ সম্পর্কিত আলোচনাতে জেনেছি যে, ,গুণের প্রধান একটি ধর্ম হলো এর বিনিময়যোগ্যতা, যা এ কথাই বলে যে, ৪-এর তিনটি অনুলিপির যোগের যে ফলাফল বের হবে, ৩-এর চারটি অনুলিপির যোগেও সেই ফলাফলই পাওয়া যাবে। অর্থাৎ, “৩ দিয়ে ৪-কে গুণ” এবং “৪ দিয়ে ৩-কে গুণ” করা সমার্থক।
এই কারণে, গুণ্য ও গুণকের সংজ্ঞা বা অভিধা কী হলো না হলো তা গুণফলের ওপর কোনো প্রভাব ফেলে না।
অর্থাৎ, কোনো গুণ অংকে কাকে গুণ্য , আর কাকে গুণক বলবো সেটা নির্ভর করবে আমাদের বলার উপর । যেমন –
গুণ্য | গুণক | |
৩ কে ৪ দ্বারা গুণ | ৩ | ৪ |
৪ কে ৩ দ্বারা গুণ | ৪ | ৩ |
গুণ্য গুণক গুণফল এর মধ্যে সম্পর্কঃ
গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক হলো-
গুণ্য×গুণক=গুণফল
গুণ্য×গুণক=গুণফল |
এখান থেকে আমরা পেতে পারি গুণফল নির্ণয়ের সূত্র-
গুণফল নির্ণয়ের সূত্র
গুণফল নির্ণয়ের সূত্র হলো-
গুণ্য×গুণক=গুণফল
Frequently Asked Questions:
গুণ্য ও গুণক কি?
উত্তর- গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে ।গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে ।
গুণ্য গুণক গুণফল এর সূত্র
উত্তর- গুণ্য গুণক গুণফল এর সূত্র হলো- গুণ্য×গুণক=গুণফল
গুণ্য নির্ণয়ের সূত্র
উত্তর- গুণ্য নির্ণয়ের সূত্র হলো- গুণ্য=গুণফল/গুণক ।
গুণ্য গুণক গুণফল in english
উত্তর- গুণ্য=Multiplicands, গুণক=Multiplicator/Factor, গুণফল=Product ।
গুণ্য গুণক গুণফল কাকে বলে?
উত্তর-গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে ।গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে ।গণিতশাস্ত্রে দুটি সংখ্যা গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে ।
গুণ্য কাকে বলে উদাহরণ
উত্তর-গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে ।
গুণ্য সূত্র
উত্তর- গুণ্য নির্ণয়ের সূত্র হলো- গুণ্য=গুণফল/গুণক ।
গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক কি
উত্তর- গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক- গুণ্য×গুণক=গুণফল
গুণক কাকে বলে
উত্তর- গণিতশাস্ত্রে গুণ করার সময় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে ।
গুণ্য কে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়?
উত্তর- গুণ্য কে গুণক দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যায়।
গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে কি হয়?
উত্তর- গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয়না।
গুণ্য*গুণক কি?
উত্তর- গুণ্য*গুণক=গুণফল ।
গণিতে গুণফল কাকে বলে?
উত্তর- গণিতে দুটি সংখ্যা গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে ।
গুণ্য গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মান সমান হবে?
উত্তর- গুণ্য গুণক ও গুণফলের মান 1 হলে তিনটি মান সমান হবে ।
গুণফল কখন পরিবর্তন হয় না?
উত্তর- গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন ক্রলেও গুণফল এর মান পরিবর্তন হয়না।
গুণক এক হলে গুণফল এর মান কিসের সমান হবে?
উত্তর- গুণক এক হলে গুণফল এর মান গুণ্য এর সাথে সমান হবে।
গুণ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর- গুণ এর বিপরীত শব্দ ভাগ ।