পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) অন্তর্গত একটি শ্রেণী হলো তৃতীয় শ্রেণী ।
>তৃতীয় শ্রেণী সম্পর্কিত কিছু বিষয়ঃ
- এই শ্রেণী টি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর পরে পড়ানো হয়।
- এই শ্রেণীতে শিক্ষার্থীকে ভর্তি হতে হলে সর্বনিম্ন ৮ বছর বয়স হতে হবে।
- শ্রেণীতে শিক্ষক ও ছাত্রের অনুপাত সরকারি নিয়ম অনুসারে 1:35 ।
>তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্যে প্রয়োজনীয় নথিঃ
তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার নিয়মগুলি হলোঃ
- জন্মসার্টিফিকেটঃ- বাচ্চার জন্মশংসাপত্র/Birth Certificate ( min 7 yr)
- যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই এলাকার বাসিন্দা না হলে অভিভাবকের বাসিন্দা প্রমাণপত্র লাগবে।
- অন্য কোনো বিদ্যালয়ে পড়লে সেই বিদ্যালয়ের পরিত্যাগ পত্র / Transfer Certificate লাগবে।
>তৃতীয় শ্রেণীতে সরকারি সুবিধাঃ
1. টেক্সট বই/Text Book | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা বই দেওয়া হয় । |
2. অনুশীলন বই/Exercise Book | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো অনুশীলন বই/exercise book দেওয়া হয় না । |
3. স্কুল ব্যাগ/School Bag- | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো School Bag দেওয়া হয় না । |
4. স্কুল জুতো /School Shoes- | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা জুতো প্রতিবছর দেওয়া হয় । |
5. স্কুল উনিফর্ম/ School Uniform- | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিবছর স্কুল উনিফরম/School uniform dদেওয়া হয় । |
6. মধ্যান্য-ভোজন / Mid-Day Meal- | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিদিন স্কুলে মধ্যান্য-ভোজন / Mid-Day Mealdদেওয়া হয় । |
7. স্কলারশিপ / Scholarship- | পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা স্কলারশিপ / Scholarship দেওয়া হয় । |
>তৃতীয় শ্রেণীতে কি পড়ানো হয় ?
যেহেতু এই শ্রেণীটি দ্বিতীয় শ্রেণীর পরে পড়ানো হয় সুতরাং দ্বিতীয় শ্রেণীতে যা পড়ানো হয় তারপর থেকে শুরু করা হয় । যেমন –
- সাধারন গদ্য এবং পদ্য
- গদ্য এবং পদ্য এর উপর বিভিন্ন প্রশ্ন
- ব্যকারণের খুব সাধারন বিষয় যেমন-
- বর্ণ বিশ্লেষণ
- বাক্য রচনা
- বিশেষ্য
- বিশেষণ
- সর্বনাম
- অঙ্কের মধ্যে-
- তিন অঙ্কের,
- যোগ
- বিয়োগ
- গুণ
- ভাগ
- পাটিগণিতের কিছু সাধারন বিষয়
- তিন অঙ্কের,
- ইংরাজির মধ্যে-
- Sentences
- Wings – বলে একটা বই পড়ানো হয়
- শাস্থ ও শারীরশিক্ষা
- পরিবেশ
Syllabus Of Class-III
তৃতীয় শ্রেণীর পাঠক্রম ও পাঠ্যসূচ|Syllabus of Class III
>তৃতীয় শ্রেণীর বই | Class III E-Book Download:
পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা সাতটি বই দেওয়া হয় :
e-Book/Text Book Download Of Class III
1. পাতাবাহার / Patabahar (বাংলা বই) | Download |
2.আমার গণিত / Amar Gonit | Download |
3. স্বাস্থ্য ও শারীর শিক্ষা/ Swasthya-O-Sharirsiksha | Download |
4.স্বাস্থ্য ও শারীর শিক্ষা নতুন/Swasthya O Sharirsiksha (New) | Download |
5. বাটারফ্লাই/ Butterfly ( ইংরাজি বই ) | Download |
6. আমাদের পরিবেশ / Amader Poribesh | Download |
7. Jagot Bari / জগৎ বাড়ি |
>তৃতীয় শ্রেণীতে পরীক্ষাঃ
পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতি বছরে তিন বার পরীক্ষা নেওয়া হয়।