ক্লাস 10(বই, সিলেবাস, মাধ্যমিক এর রুটিন) |Class 10(Book, Syllabus, Routine) ( WBBSE )


telegram logo

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBSE) অন্তর্গত একটি শ্রেণী হলো দশম শ্রেণী ।

>দশম শ্রেণী সম্পর্কিত কিছু বিষয়ঃ

  • এই শ্রেণী টি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে নবম শ্রেণীর পরে পড়ানো হয়।
  • এই শ্রেণীতে শিক্ষার্থীকে ভর্তি হতে হলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে।
  • শ্রেণীতে শিক্ষক ও ছাত্রের অনুপাত সরকারি নিয়ম অনুসারে 1:35 ।
  • দশম শ্রেণী / মাধ্যমিক-এ সরকারী ভাবে সমস্ত রাজ্য তে একটি পরীক্ষা নেওয়া হয়।
    • এই পরীক্ষা টি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে।

মাধ্যমিক 2024 পরীক্ষার রুটিন | Madhyamik 2024 Examination Routine

দশম শ্রেণী । মাধ্যমিকের রুটিন ।
মাধ্যমিক 2024 পরীক্ষার রুটিন-
DAYDATESUBJECT
FRIDAY2nd FEBRUARY,
2024
FIRST LANGUAGES *
SATURDAY3rd FEBRUARY,
2024
SECOND
LANGUAGES**
MONDAY5th FEBRUARY,
2024
HISTORY
TUESDAY6 th FEBRUARY,
2024
GEOGRAPHY
THURSDAY8th FEBRUARY,
2024
MATHEMATICS
FRIDAY9th FEBRUARY,
2024
LIFE SCIENCE
SATURDAY10th FEBRUARY,
2024
PHYSICAL SCIENCE
MONDAY12th FEBRUARY,
2024
OPTIONAL ELECTIVE SUBJECTS

Physical Education and Social Service -> Will be announced later

Work Education -> Will be announced later

First Languages: Bengali, English, Gujarati, Hindi, Modern Tibetan, Nepali, Odia, Gurmukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali.

** Second languages: 1) English, if any language other than English is offered as First Language.
2) Bengali or Nepali, if English is the First Language.

>দশম শ্রেণীতে ভর্তির জন্যে প্রয়োজনীয় নথিঃ

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারী/সরকারী সাহাজ্যপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ে দশম শ্রেণী তে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। বরং নবম শ্রেণী তে ভর্তি হয়ে তবেই এই শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে দশম শ্রেণীতে পড়ার সুযোগ হয়ে থাকে ।

সুতরাং দশম শ্রেণীতে পড়তে হলে আগে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে।

নবম শ্রেণীতে ভর্তি হওয়ার নিয়মগুলি হলোঃ

  1. জন্মসার্টিফিকেটঃ- বাচ্চার জন্মশংসাপত্র/Birth Certificate
  2. যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই এলাকার বাসিন্দা না হলে অভিভাবকের বাসিন্দা প্রমাণপত্র লাগবে।
  3. অন্য কোনো বিদ্যালয়ে পড়লে সেই বিদ্যালয়ের পরিত্যাগ পত্র / Transfer Certificate লাগবে।

>দশম শ্রেণীতে সরকারি সুবিধাঃ

ছাত্র ছাত্রী দের সরকারী সুবিধা
1. টেক্সট বই/Text Book পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা বই দেওয়া হয় ।
2. অনুশীলন বই/Exercise Book পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো অনুশীলন বই/exercise book দেওয়া হয় ।
3. স্কুল ব্যাগ/School Bag-পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো School Bag দেওয়া হয় ।
4. স্কুল জুতো /School Shoes- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা জুতো প্রতিবছর দেওয়া হয় ।
5. স্কুল উনিফর্ম/ School Uniform- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিবছর স্কুল উনিফরম/School uniform dদেওয়া হয় ।
6. মধ্যান্য-ভোজন / Mid-Day Meal-পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিদিন স্কুলে মধ্যান্য-ভোজন / Mid-Day Mealdদেওয়া হয় ।
7. স্কলারশিপ / Scholarship- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা স্কলারশিপ / Scholarship দেওয়া হয় ।

দশম শ্রেণীতে/Class X -এ শুধুমাত্র ছাত্রীদের কন্যাশ্রী দেওয়া হয় ।
8. সবুজ সাথি প্রকল্প/
Sobuj Shathi Prakolpo
শ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রিকে একটি করে সাইকেল দেওয়া হয় ।

>দশম শ্রেণীতে কি পড়ানো হয় ?

যেহেতু এই শ্রেণীটি নবম শ্রেণীর পরে পড়ানো হয় সুতরাং নবম শ্রেণীতে যা পড়ানো হয় তারপর থেকে শুরু করা হয় ।

> ক্লাস 10 এর সিলেবাস|Class 10 Syllabus WBBSE:

>দশম শ্রেণীর বই | Class 10 Book Download:

পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত বিদ্যালয়ে দশম শ্রেণী/Class X -এ সরকার দ্বারা নিম্নলিখিত বইগুলি দেওয়া হয় :

e-Book/Text Book Download Of Class 10
book download C 1
1. সাহিত্য সঞ্চয়ন / Sahity SanchayanDownload
2.কোনি / KoniDownload
3. গণিত প্রকাশ / Ganit ProkashDownload
4. ব্লিস / BlissDownload

Leave a Comment