সংখ্যার পরিসরে মূলদ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলি হলোঃ
Q
প্রত্যেক পূর্ণসংখ্যা( Integer) যেমন- 1 , 2,3, 4, -1 , -6 , -7 ইত্যাদি একটি মূলদ সংখ্যা ।
প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি মূলদ সংখ্যা ।যেমন- 1 , 2 , 3 , 4 .....
সকল প্রকার ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা ।
" 0 " (শূন্য) একটি মূলদ সংখ্যা।
সকল পৌণপৌনিক সংখ্যা মূলদ সংখ্যা।
সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিকের পরের অংক সংখ্যা যদি সসীম হয় তাহলে তা মূলদ সংখ্যা । যেমন - 5.3 , 8.227 ইত্যাদি
যেকোন পূর্নবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। যেমনঃ √9=3=3/1 , √25=5=5/1, √100=10=10/1 ইত্যাদি ।
দশমিকের পরের অংক গুলো যদি অভিন্ন আকারে অসীম হয় বা আবৃত হয়, তাহলে তা মূলদ সংখ্যা । অর্থাৎ যে কোন আবৃত দশমিক ভগ্নাংশ ই মূলদ সংখ্যা। যেমন- 33.333333 , 5.343434.... ইত্যাদি ।
মূলদ সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিসিট করুন -