How to Apply Online Swami Vivekananda Scholarship 2023-2024 | কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Apply করবে?

বর্তমানে Digital এর যুগে Online এর মাধ্যমে অনেক কঠিন কাজ আমরা খুব সহজেই করে ফেলতে পারছি। আর এই Digital এর যুগে তোমাকে এই Online সম্পর্কে তোমার অনিচ্ছা থাকলেও কিছু Basic বা সাধারণ জিনিস তোমাকে বুঝতে হবে।

তোমাদের সুবিধার্থে এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে How to Apply Online Swami Vivekananda Scholarship 2023-2024 অর্থাৎ, তুমি কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Apply করবে!

To Apply Online Swami Vivekananda Scholarship 2023-2024

Step 1- Visit Official Website:

প্রথমেই তোমাকে তোমার মোবাইল/কম্পিউটার এ বাংলার উচ্চশিক্ষার পোর্টালের Homepage টি Open করতে হবে। নীচে তার লিংক আমি দিয়ে দিলাম-

বাংলার উচ্চশিক্ষার পোর্টালের Homepage

তারপর SVMCM Scholarship এ ক্লিক করতে হবে।

To Apply Online Swami Vivekananda Scholarship 2023 2024 Visit Official Website

Step 2: Go Through ”How To Apply

এরপর একটি Tab Open হবে যেখানে উপরের Menu তে How To Apply এ ক্লিক করতে হবে তারপর একটি Tab ওপেন হবে সেখানে কিছু Instructions দেওয়া থাকবে তোমরা একবার পড়ে নেবে।

Step 2 Go Through User Manual 1

তারপর Scroll করে নীচের দিকে Declaration এ টিক মেরে Proceed For Registration এ ক্লিক করতে হবে।

Proceed For Registration

Step 3: Choose Directorate

তোমার লেভেল অনুযায়ী তোমাকে সঠিক Directorate Choose করে Apply For Fresh Application এ ক্লিক করতে হবে।

DirectorateCourse
DSEHS(উচ্চমাধ্যমিক)
D.EL.Ed
DPIUG(Arts, Commerce, Science)
PG(Arts, Commerce, Science)
NON NET M.PHIL./NON NET PH.D.
DTEUG (ENGG.), PG (ENGG.) AND OTHER PROFESSIONAL COURSES (AICTE APPROVED)
DTE & TPOLYTECHNIC (DIPLOMA COURSES)
DMEUG (MEDICAL-DEGREE) AND DIPLOMA COURSES
Choose Directorate

Step 4: Online Registration

এখানে যে যে Information গুলো তোমাকে পূরণ করতে হবে সেগুলি হল-

Details Of Last Eligible Qualifying Board/Council/University Examination for Scholarship:

Online Registration Eligible Qualifying Exam
  • Name of Qualifying public Examination: তুমি কোন লেভেল এর জন্যে Apply করবে তার জন্যে শেষ কি পরীক্ষা দিয়েছো!
  • Name Of Board/Council/College/University
  • Year Of Qualifying Examination
  • Roll Number Of Last Eligible Board/Council/College/University Examination for Scholarship
  • Passing Year of 10th Standard Board/Council Examination
  • Roll No of 10th Standard Board/Council Examination
  • Total Marks Obtained(Excluding additional or Optional Marks) & Percentage

Basic Details:

Online Registration Basic Details
  • Name
  • Mobile No
  • Email Id
  • Religion

Present Course Of Study:

  • Select District: তুমি যে জেলার স্কুল/কলেজ/উনিভারসিটি তে ডিগ্রি করছো
  • Name of Institution
  • Name of Present Course
  • Discipline of Course
  • Duration Of Course
  • Date of Admission

Password:

এখানে তোমাকে তোমার Scholarship Account এ Log In করার জন্যে Password তৈরি করতে হবে এবং Password টি সঠিকভাবে তৈরি না করতে পারলে System এ নেবে না।

এই Password এ যা যা থাকতে হবে তা হল-

  • প্রথমত তোমাকে একটি মজবুত Password এর কথা ভাবতে হবে।
  • Password টি minimum 8 characters এর হতে হবে।
  • অন্তত একটি বড়ো হাতের ইংরাজির অক্ষর থাকতে হবে। যেমন- A, S, H
  • অন্তত একটি ছোটো হাতের ইংরাজির অক্ষর থাকতে হবে। যেমন- b, f, r
  • অন্তত একটি সংখ্যা থাকতে হবে। যেমন- 1, 3 , 8
  • অন্তত একটি Special Character থাকতে হবে। যেমন- @, #, $
Password Making

তারপর Register এ ক্লিক করতে হবে।

যাদের Kanyashree আছে তাদের Kanyashree ID লাগবে।

Step 5: OTP Verification

Register এ ক্লিক করার পর ফর্মে দেওয়া মোবাইল নাম্বারে একটি One Time Password বা OTP আসবে এবং সেটি Verify করতে হবে।

OTP Verification

মোবাইল নাম্বার Verify করার পর তোমার একটি Application Id তৈরি হয়ে যাবে যেটি ভবিষ্যতে কাজে লাগবে।

App Id

Step 6: Application Log In

এরপর তোমাকে আবার Home Page এ চলে যেতে হবে এবং ওখানে Application Login এ ক্লিক করলে

App login

একটা Pop-Up Window খুলবে

Login popup

যেখানে তোমাকে তোমার Application Id এবং তোমার তৈরি করা Password দিয়ে তোমাকে Log In করতে হবে।

Step 7: Edit Application

সঠিক ভাবে Log In করার পর Dashboard দেখতে পাবে যেখানে বাম দিকে Application Details এ ক্লিক করলে ওখানে Edit Application দেখতে পাবে। এখানে ক্লিক করতে হবে। [Kanyashree এবং Fresh উভয়েরই ক্ষেত্রে একই process]

Edit Application

Step 8: Update Basic Details

এরপর প্রথমে Basic Details এ যেগুলো ফাঁকা থাকবে সেগুলো পূরণ করতে হবে। বিশেষ করে যেগুলোর মাথায় লাল রঙের Star Mark থাকবে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।

এরপর তোমার ছবি ও সই Upload করতে হবে।

FormatImage Size
PhotoJPG/JPEG20kb-50kb
SignatureJPG/JPEG10kb-20kb

তারপর Save & Continue এ ক্লিক করতে হবে।

Step 8: Update Personal Details

এরপর প্রথমে Personal Details এ যেগুলো ফাঁকা থাকবে সেগুলো পূরণ করতে হবে। বিশেষ করে যেগুলোর মাথায় লাল রঙের Star Mark থাকবে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর এখানেই তোমাকে তোমার Bank Details দিতে হবে।

Bank Details এ যেগুলো লাগবে –

  • IFSC Code
  • Name Of Bank
  • Branch Name
  • Branch Code
  • Account No
  • MICR Code

Step 9: Upload Scanned Supporting Documents

এখানে তোমাকে তোমার Documents গুলির Scanned Copy Upload করতে হবে। যে যে Documents গুলি Upload করতে হবে-

  • Marksheet Of Madhyamik Examination or its Equivalent
  • Marksheet Of Last Board/Council/University/College Examination
  • Admission Receipt
  • Scan Copy Of Bank PassBook:
    • 1st Page
    • Containing Account No
    • IFSC Code
    • & Beneficiary Name
  • Domiciliary অর্থাৎ বাসিন্দার প্রমাণ হিসাবে – আধার/ভোটার/রেশন কার্ড
  • Income Certificate
Is

এরপর Submit এ ক্লিক করে তোমার ফর্মটিকে জমা করতে হবে। মনে রাখতে হবে এই ফর্ম একবার জমা হয়ে গেলে আর ফর্মের কোনো Details তুমি আর পরিবর্তন করতে পারবেনা। সুতরাং, ফর্ম Submit করার আগে একবার ভালো করে দেখে তারপর Submit করবে তাহলেই হয়ে যাবে।


Swami Vivekananda scholarship

Leave a Comment