SSC CGL 2023 কীভাবে Apply করবে | How to Apply SSC CGL 2023.

Topic- How to Apply SSC CGL 2023


How to Apply SSC CGL 2023

এসএসসি সিজিএল(SSC CGL) এমন প্রার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে যারা একটি ভালো এবং স্থায়ী ভবিষ্যতের জন্য সরকারি চাকরির পেছনে ছুটতে চান। এর আকর্ষণীয় বেতন এবং সুযোগ-সুবিধা হল একটি বোনাস যা প্রার্থীদের SSC CGL পদের জন্য আবেদন করতে আকৃষ্ট করে। অসংখ্য পদ SSC CGL-এর শ্রেণীবিভাগের অধীনে আসে এবং প্রতি বছর হাজার হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়। SSC CGL 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আমরা দেখে নেবো কিভাবে apply করতে হবে।

SSC CGL 2023 Apply এর সময়সীমাঃ

SSC CGL 2023 apply এর সময়সীমা হলো – 03.04.2023 থেকে 03.05.2023 পর্যন্ত।

Apply করার আগে যে document গুলো সাথে লাগবেঃ

Slide2 6

( i ) Aadhar Card বা ID Card

( ii )মাধ্যমিকের Admit Card

( iii ) একটা ফোন নম্বর যেটা স্থায়ী।

( iv ) একটা স্থায়ী E-mail Id

( v ) যে শিক্ষাগত যোগ্যতায় পরীক্ষা দেবে তার Details

( vi ) Passport Size Photo

( vii ) Scanned Signature

SSC CGL 2023 কিভাবে apply করবে | How to Apply SSC CGL 2023:

যারা প্রথম apply করবে মানে এর আগে কখনো করনি তাদের আগে নিম্নলিখিত ভাবে registration করতে হবে।
আর যাদের আগে থেকেই registration নম্বর আছে তারা নিজের account এ log-in করে তারপর যে পোস্ট এ apply করবে সেটা select করতে হবে।

SSC CGL একটি সর্বভারতীয় চাকরীর পরিক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্যে form fill up এর সময় যে যে তথ্য দেওয়া হয়ে থাকে সেগুলোই পরীক্ষায় পাশ করলে চেক করা হয়। সুতরাং form fill-up এর সময় যে যে তথ্যগুলো আমাদের দিতে হবে সেগুলো খুব সাবধানে ধিরে সুস্থে fill-up করতে হবে। ।SSC CGL এর form fill up এর সময় যে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হলো-

STEP 1- প্রাথমিক বিবরণ | Basic Details

প্রথমে SSC এর ওয়েবসাইটে গিয়ে registration করতে হবে।

SSC Official WebsiteClick Here
Slide3 6

এরপর New User( যদি আগে থেকেই রেজিস্ট্রেশান করা থাকে তাহলে ওই নম্বর দিয়ে লগ ইন করতে হবে) এ গিয়ে তোমার বিবরণ দিতে হবে-

1. আধার কার্ড :

আধার কার্ড এর নম্বর টি দিতে হবে এবং যদি আধার কার্ড না থাকে তবে অন্য কোনো ID Card লাগবে। আধার কার্ড না থাকলে যে সমস্ত ID কার্ড দিলে হবে সেগুলি হলো-

( i ) Driving License

( ii ) Employer ID ( Govt./PSU/Private )

( iii ) PAN Card

( iv ) Passport

( v ) School/College Id

( vi ) Voter Id Card

2. নিজের নামঃ

নিজের নাম সেটাই দিতে হবে যেটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে উল্লেখিত আছে।

নাম লিখতে হবে এবং নামের আগে শ্রী/শ্রীমতী/Mr./Mrs./Ms/Dr/Prof এসব লিখা যাবেনা।

3. পিতার নামঃ

নিজের পিতার নাম লিখতে হবে এবং সেটাই লিখতে হবে যেটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে উল্লেখিত আছে।

4. মাতার নামঃ

নিজের মাতার নাম লিখতে হবে ।

5. জন্ম তারিখঃ

নিজের জন্ম তারিখ লিখতে হবে এবং সেটাই লিখতে হবে যেটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে উল্লেখিত আছে।

6. মাধ্যমিক পরীক্ষার Details:

তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার বিবরণ দিতে হবে-

( i ) তোমার মাধ্যমিকের বোর্ড কি ছিল সেটা দিতে হবে।

( ii ) রোল নম্বর

( iii ) কোন সালে পাস করেছো সেই সাল

7. শিক্ষাগত যোগ্যতাঃ

তুমি যে যোগ্যতায় SSC CGL এর পরীক্ষা দেবে তার বিবরণ লাগবে।

8. একটা স্থায়ী ফোন নম্বরঃ

যে ফোন নম্বর টি থাকবে মানে নষ্ট করবে না সেই নম্বরটি দিতে হবে।

9. একটি e-mail Id:

একটি স্থায়ী e-mail Id দিতে হবে।


STEP 2-

এই সমস্ত details দেওয়ার পরে তোমাকে কমিশন 14 দিন সময় দেবে। তোমাকে এই 14 দিনের মধ্যে বাকি details দিতে হবে নাহলে কমিশন তোমার দেওয়া এই বিবরণ গুলি আপনাআপনিই ডিলিট করে দেবে।

বাকি details দেওয়ার জন্যে কমিশন তোমাকে তোমার দেওয়া e-mail id তে registration number এবং password পাঠাবে। যেটা দিয়ে তোমাকে কমিশনের website এ গিয়ে log-in করতে হবে।

Email এর password দিয়ে log-in করার পর তোমাকে আবার password change করতে ব্লবে এবং নতুন password তৈরি করতে হবে যাতে থাকতে হবে – বড়ো হাতের এবং ছোটো হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, Special character.

STEP 3- অতিরিক্ত এবং যোগাযোগ এর বিবরণ | Additional & Contact Details:

এখানে তোমার কিছু অতিরিক্ত তথ্য যেমন গ্রাম, শহর, জেলা ইত্যাদির বিবরণ দিতে বলা হবে।

STEP 4- Declaration:

এখানে তোমাকে বলা হবে যে, যে তথ্য গুলো তুমি দিলে সেগুলো সঠিক ।

STEP 5- Final Submit:

Final Submit এ ক্লিক করার পর ফোন ও email দুটোতেই otp আসবে , যেকোনো একটি দিলেই হবে। যদি ফোনে না আসে তাহলে অবশ্যই email এ গিয়ে impotant section এ গিয়ে দেখবে ওখানে থাকবে। ওটিপি টা দিলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে।


STEP 6-

এতদূর যা আমরা দেখলাম সবই হচ্ছে রেজিস্ট্রেশান এর অংশ। এখন SSC CGL এর জন্যে আবার ফর্ম ফিল আপ করতে হবে।

এরপর তোমাদের যে রেজিস্ট্রেশান নম্বরটি দেওয়া হয়েছে ওটা দিয়ে পুনরায় লগ ইন করতে হবে।

লগ ইন করার পর এবার তোমার প্রোফাইল এর dashboard এ দেখবে সমস্ত পোস্টের ব্যপারে দেওয়া আছে।

এবার এখান থেকে তোমাকে select করতে হবে যে কোন পরীক্ষা তুমি দেবে।

Slide4 3

এখান থেকে তোমাকে CGL এর নীচে লেখা থাকবে apply. ওখানে click করে তারপরবর্তী window খুলে যাবে যেখানে তোমাকে বাকি বিবরণ দিতে হবে।

STEP 7-

SSC CGL 2023 কিভাবে ছবি ও সই upload করতে হবে | SSC CGL 2023 How to Upload Photo & Signature:

এরপর যে window টি খুলবে সেটিতে প্রায় সব বিবরণ তোমার দেওয়া থাকবে।শুধু post হিসাবে কিছু details দিতে হবে এবং একটি passport ছবি ও একটি scanned সিগনেচার লাগবে।

Photo-

কমিশন ফটোর ব্যপারে অনেক সতর্কতা অবলম্বন করতে বলেছে। ফর্ম পূরণ করার সময় একটি ফটোর ব্যপারে যে বিষয় গুলি মাথায় রাখতে হবে টা হলো-

( i ) ফটো কালার এবং পাসপোর্ট সাইজের হতে হবে।

( ii ) ফটো JPEG/JPG ফরম্যাট এ হতে হবে।

( iii ) ফটো এর সাইজ 20KB থেকে 50KB এর মধ্যে হতে হবে।

( iv ) ফটো এর dimension হবে 3.5 cm (width) × 4.5 cm (height)

( v ) ফটো 3 মাসের পুরনো হলে হবে না।

Signature-

Signature যে নিয়ম মেনে upload করতে হবে টা হলো-

( i ) Signature JPEG/JPG ফরম্যাট এ হতে হবে।

( ii ) Signature এর সাইজ 10KB থেকে 20KB এর মধ্যে হতে হবে।

( iii ) Signature এর dimension হবে 4.0 cm (width) × 2.0 cm (height)


এরপর ফাইনাল একবার দেখে নেবে সব তথ্য থিথাক দেওয়া হলো কিনা। এরপর সাবমিট করার পর payment করলেই ফর্ম পূর্ণ কমপ্লিট হবে।


SSC CGL Exam সম্পর্কে আরও দেখো-
pointer SSC CGL Exam Details
pointer SSC CGL Exam Syllabus
pointer SSC CGL Exam Pattern
pointer Jobs in SSC CGL Exam

Leave a Comment