শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষা শুরু করার আগের শিক্ষাই হলো প্রাক-প্রাথমিক শিক্ষা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত একটি শ্রেণী হলো প্রাক-প্রাথমিক । ৬ সপ্তাহ বয়স থেকে ৬ বছর বয়সী- এমন একটি শিক্ষামূলক সার্ভিস যা পিতামাতারা তাদের প্রাথমিক বিদ্যালয়ের (শিশুদের) প্রাথমিক বিদ্যালয়ের আগে ভর্তি করতে পারেন।
>প্রাক-প্রাথমিক শ্রেণী সম্পর্কিত কিছু বিষয়ঃ
- এই শ্রেণী টি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে সর্বপ্রথমে পড়ানো হয়।
- এই শ্রেণীকে আঞ্চলিক ভাষায় ছোটো ওয়ান / আধ ওয়ান ও বলা হয় ।
- এই শ্রেণীতে শিক্ষার্থীকে ভর্তি হতে হলে সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে।
- শ্রেণীতে শিক্ষক ও ছাত্রের অনুপাত সরকারি নিয়ম অনুসারে 1:35
> প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তির জন্যে প্রয়োজনীয় নথিঃ
প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তি হওয়ার নিয়মগুলি হলোঃ
- জন্মসার্টিফিকেটঃ- বাচ্চার জন্মশংসাপত্র/Birth Certificate ( min 5 yr)
- যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই এলাকার বাসিন্দা না হলে অভিভাবকের বাসিন্দা প্রমাণপত্র লাগবে।
>প্রাক-প্রাথমিকে সরকারি সুবিধাঃ
পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে নিম্নলিখিত সুবিধা গুলি দেওয়া হয় ;
- টেক্সট বই/Text Book – পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা বই দেওয়া হয় ।
- অনুশীলন বই/Exercise Book – পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো অনুশীলন বই/exercise book দেওয়া হয় না ।
- স্কুল ব্যাগ/School Bag- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো School Bag দেওয়া হয় না ।
- স্কুল জুতো /School Shoes- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা জুতো প্রতিবছর দেওয়া হয় ।
- স্কুল উনিফর্ম/ School Uniform- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিবছর স্কুল উনিফরম/School uniform dদেওয়া হয় ।
- মধ্যান্য-ভোজন / Mid-Day Meal- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা প্রতিদিন স্কুলে মধ্যান্য-ভোজন / Mid-Day Mea dদেওয়া হয় ।
- স্কলারশিপ / Scholarship- পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো স্কলারশিপ / Scholarship দেওয়া হয় না ।
> প্রাক-প্রাথমিকে কি পড়ানো হয় ?
এই শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয় খুবই সাধারন বিষয় গুলি। যেমন-
- ছোটো বড়ো এর ধারনা
- শরীরের অঙ্গ এর নাম শেখা
- ছবি দেখে নাম বলা
- হাতের লেখা শেখা
- একদম শুরুর অক্ষর জ্ঞান
- বিদ্যালয় সম্পর্কে জানা
- খুবই সাধারন ছবি আঁকা শেখা
- ছড়া শেখানো
>প্রাক-প্রাথমিকের বই | Pre-Primary E-book Download :
পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে সরকার দ্বারা দুই টি বই দেওয়া হয় :
>প্রাক-প্রাথমিকে পরীক্ষাঃ
পশ্চিমবঙ্গ রাজ্য তে সমস্ত সরকারী / সরকারী সাহাজ্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণীতে সরকার দ্বারা কোনো পরীক্ষা নেওয়া হয়না।