কোণ ঃ-

> কাকে বলে?  > কতো প্রকার ও কি কি ?

দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে যে জ্যামিতিক আকার ধারন করে তাকে কোণ বলে ।

A শীর্ষবিন্দুতে AB এবং AC রশ্মি দ্বারা গঠিত কোণকে ∠BAC বলা হয়

কোণ চার প্রকার ।

– শূন্য কোণ – সূক্ষ্মকোন – সমকোণ – স্থুলকোণ – সরলকোণ

শূন্য কোণ-

যে কোণের মাপ 0° , তাকে  শূন্য কোণ বলে।

সূক্ষ্মকোন-

যে কোণের মাপ শূন্য ডিগ্রি / 0° অপেক্ষা বড়ো কিন্তু 90° অপেক্ষা ছোটো তাকে সূক্ষ্মকোন বলে ।

সমকোণ-

যে কোণের মাপ 90° হয় তাকে সমকোণ বলে ।

স্থুলকোণ-

যে কোণের মাপ 90 ডিগ্রি / 90° অপেক্ষা বড়ো কিন্তু 180° অপেক্ষা ছোটো তাকে স্থুলকোণ বলে ।

সরলকোণ-

যে কোণের মাপ 180° হয় তাকে সরলকোণ বলে ।