New Education Policy
কি কি পরিবর্তন হলো
নতুন জাতীয় শিক্ষা নীতি সম্প্রতি 2023 সালে ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে যাতে বলা হয়েছে-
প্রথম শ্রেণীতে ভর্তি হবে 7 বছর বয়সে।
আগে ছিল - 10+2, নতুন শিক্ষা নীতিতে তা হয়েছে- 5+3+3+4
নতুন শিক্ষা নীতিতে মাধ্যমিক বলে কিছু থাকছেনা ।
দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা বাধ্যতামূলক নয় ।
নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হবে সেমিস্টার পদ্ধতি।
বোর্ড থেকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা নেওয়া হবে।
কলেজের ডিগ্রি 3 ও 4 বছরের হবে।
M.Phil ডিগ্রি বন্ধ থাকবে।