প্রাথমিক গণিতে সংখ্যারেখা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা সংখ্যার যোগ , বিয়োগ , গুণ , ভাগ করি তা সংখ্যারেখার মাধ্যমে দেখলে খুব সহজেই বোঝা যাবে যে ,
– যোগ কি করে হয় !
– বিয়োগ কি করে সংগঠিত হয় !
– গুণ কি করে সংগঠিত হয় !
– ভাগ কি করে সংগঠিত হয় !