সংখ্যারেখা  

প্রাথমিক গণিতে সংখ্যারেখা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা সংখ্যার যোগ , বিয়োগ , গুণ , ভাগ করি তা সংখ্যারেখার মাধ্যমে দেখলে খুব সহজেই বোঝা যাবে যে , – যোগ কি করে হয় ! – বিয়োগ কি করে সংগঠিত হয় ! – গুণ কি করে সংগঠিত হয় ! – ভাগ কি করে সংগঠিত হয় !

    সংখ্যারেখা কি ?

সংখ্যারেখা হলো একটি অংশাঙ্কিত সরলরেখা যেটিতে বাস্তবসংখ্যাকে জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয় ।

সংখ্যারেখার বৈশিষ্ট্যঃ

Arrow

বৈশিষ্ট্য 1

সংখ্যারেখা একটি সরলরেখা যা দুদিকেই অসীম পর্যন্ত বৃস্তিত ।

বৈশিষ্ট্য 2

সংখ্যারেখার মধবিন্দুকে শূন্য ( 0 ) ধরা হয় ।

বৈশিষ্ট্য 3

মধ্যবিন্দুকে শূন্য ( 0 ) ধরে ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা ।