একই শীর্ষ বিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণদুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয় ।
একটি সাধারণ বাহু থাকবে।
কোণদুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর বিপরীত পার্শ্বে থাকবে ।
যে দুটি কোণ সন্নিহিত কোণ তাদের একই শীর্ষ বিন্দু থাকবে ।
কোণ দুটির একটি সাধারণ বাহু থাকবে
কোণদুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর বিপরীত পার্শ্বে অবস্থিত থাকবে ।
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° বা 2 সমকোণ হলে বহিঃস্থ বাহুদুটি একই সরলরেখায় থাকবে ।