IIT তে পড়তে গিয়ে আত্মহত্যা 

2022 সালে মোট 25 জন ছাত্র আত্মহত্যা করে মারা গিয়েছিল

সর্বাধিক কেস দেশের IIT এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে জানা গেছে

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় এমনটায় জানিয়েছেন ।

IIT NIT এই সমস্ত জায়গা থেকে 2018 থেকে 2023 সাল পর্যন্ত মোট 103 জন ছাত্র আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

2020-তে  AIIMS এবং অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি চারটি মামলার রিপোর্ট করেছে

2022 সালে, ছাত্র আত্মহত্যার ঘটনা বেড়ে 25-এ দাঁড়িয়েছে, যার মধ্যে নয়টি ঘটনা IIT থেকে রিপোর্ট করা হয়েছে।

এই তথ্যের জবাবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে নতুন জাতীয় শিক্ষা নীতিতে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং এবং মানসিক সুস্থতার বিধান রয়েছে।