যে উপপাদ্য টি প্রমাণ করতে হবে সেটি প্রথমে আমরা সুন্দর করে লিখে নেবো । যেমন- Step 1: দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু-জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান ।
যে উপপাদ্য টি প্রমাণ করতে হবে সেটির হিসাবে একটি সঠিক চিত্র অঙ্কন করতে হবে যেমন - উদাহরণে যে উপপাদ্যটি আছে তার চিত্র হবে -
যে উপপাদ্যটি দেওয়া আছে তা থেকে আমি কি কি তথ্য পেলাম তা লিখে নেবো । উদাহরণের উপপাদ্য টি থেকে আমরা যে যে তথ্য গুলি পেলাম তা হলো - প্রদত্ত ( দেওয়া আছে ):- AB ও CD দুটি সরলরেখা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে । এর ফলে দু-জোড়া বিপ্রতীপ কোণ ∠AOD, ∠BOC ও ∠AOC, ∠BOD তৈরি হয়েছে ।
উপপাদ্য টিতে যা প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে । যেমন- প্রামান্য ( কি প্রমাণ করব ):- প্রমাণ করতে হবে যে, প্রতিজোড়া বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান অর্থাৎ ∠AOD=∠BOC এবং ∠AOC=∠BOD
উপপাদ্য টি প্রমাণ করতে গিয়ে অতিরিক্ত অঙ্কন করতে হতে পারে ।