উপপাদ্য উপপাদ্য প্রমাণ করার নিয়ম

উপপাদ্য হলো এক প্রকারের প্রস্তাবনা, যা কিছু প্রাথমিক ধারণার ভিত্তিতে প্রমাণ করা হয়।

উপপাদ্য প্রমাণ করার জন্যে আমাদের কিছু কিছু স্বতঃসিদ্ধ এর প্রয়োজন হতে পারে ।একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে প্রমাণ করতে হয় ।

উদাহরণ- দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু-জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান ।

Step 1

যে উপপাদ্য টি প্রমাণ করতে হবে সেটি প্রথমে আমরা সুন্দর করে লিখে নেবো । যেমন- Step 1: দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু-জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান ।

Step 2

যে উপপাদ্য টি প্রমাণ করতে হবে সেটির হিসাবে একটি সঠিক চিত্র অঙ্কন করতে হবে যেমন - উদাহরণে যে উপপাদ্যটি আছে তার চিত্র হবে -

Step 3

যে উপপাদ্যটি দেওয়া আছে তা থেকে আমি কি কি তথ্য পেলাম তা লিখে নেবো । উদাহরণের উপপাদ্য টি থেকে আমরা যে যে তথ্য গুলি পেলাম তা হলো - প্রদত্ত ( দেওয়া আছে ):- AB ও CD দুটি সরলরেখা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে । এর ফলে দু-জোড়া বিপ্রতীপ কোণ ∠AOD, ∠BOC ও ∠AOC, ∠BOD তৈরি হয়েছে ।

উপপাদ্য টিতে যা প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে ।  যেমন-  প্রামান্য ( কি প্রমাণ করব ):- প্রমাণ করতে হবে যে, প্রতিজোড়া বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান অর্থাৎ ∠AOD=∠BOC এবং ∠AOC=∠BOD

Step 4

উপপাদ্য টি প্রমাণ করতে গিয়ে  অতিরিক্ত অঙ্কন করতে হতে পারে ।

Step 5

Phone