ভাজ্য ; ভাজক ; ভাগফল ; ভাগশেষ

ভাজ্য ; ভাজক ; ভাগফল ; ভাগশেষ এই শব্দ গুলি সবই এসেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে । এই শব্দ গুলি ভাগ প্রক্রিয়াতে ব্যাবহৃত হয়ে থাকে ।

Off-white Banner
Green Round Banner
Green Round Banner

ভাজ্য কাকে বলে ?

কোনো ভাগ অংকে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে ।

আমরা যদি ১৯ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাজ্য= ১৯ ।

যেমন- 

ভাজক কাকে বলে ?

কোনো ভাগ অংকে যে সংখ্যা দ্বারা  ভাগ করা হয় তাকে ভাজক  বলে ।

যেমন- 

আমরা যদি ১৯ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাজক = ৫ ।

ভাগফল কাকে বলে?

কোনো ভাগ অংকে ভাজক কে ভাজ্য থেকে সর্বাধিক যতবার বিয়োগ করা যাবে সেই সংখ্যা টাকে  ভাগফল বলে  ।

যেমন- 

আমরা যদি ১৯ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখবো যে ১৯ থেকে ৫ কে ৩ বারের বেশী বিয়োগ করা যাবেনা। সুতরাং , এখানে ভাগফল হচ্ছে ৩

ভাগশেষ কাকে বলে ?

কোনো ভাগ অংকে ভাজক কে ভাজ্য থেকে সর্বাধিক সংখ্যায় বিয়োগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে ।

যেমন- 

আমরা ১৯ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে ১৯ থেকে ৫ কে সর্বাধিক বার বিয়োগ করার পরে ৪ অবশিষ্ট থাকবে । সুতরাং, এখানে অবশিষ্ট = ৪