সংখ্যারেখা | Number Line


telegram logo

প্রাথমিক গণিতে সংখ্যারেখা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা সংখ্যার যোগ , বিয়োগ , গুণ , ভাগ করি তা সংখ্যারেখার মাধ্যমে দেখলে খুব সহজেই বোঝা যাবে যে ,

  • যোগ কি করে হয় !
  • বিয়োগ কি করে সংগঠিত হয় !
  • গুণ কি করে সংগঠিত হয় !
  • ভাগ কি করে সংগঠিত হয় !

>সংখ্যারেখা কি ?| সংখ্যারেখা কাকে বলে ? | What is Nember Line?

সংখ্যারেখা 1

সংখ্যারেখা হলো একটি অংশাঙ্কিত সরলরেখা যেটিতে বাস্তবসংখ্যাকে জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয় ।

>সংখ্যারেখার বৈশিষ্ট্যঃ | Properties of Number line:

সংখ্যারেখার বৈশিষ্ট্যগুলি হলো –

1.

Slide2

সংখ্যারেখা একটি সরলরেখা যা দুদিকেই অসীম পর্যন্ত বৃস্তিত ।

2.

সংখ্যারেখার মধবিন্দুকে শূন্য ( 0 ) ধরা হয় ।

সংখ্যারেখা 2

3.

Slide3

মধ্যবিন্দুকে শূন্য ( 0 ) ধরে ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা ।

>সংখ্যারেখার গঠনঃ | Strucure Of Number Line :

কোনো সংখ্যা সংখ্যারেখার বসানোর আগে আমাদের সংখ্যারেখার গঠন জানা জরুরি।

  • প্রথমে একটি সরলরেখা অঙ্কন করি । ধরি XX’ একটি সরলরেখা ।
Slide4
  • XX’ সরলরেখার উপর O একটি বিন্দু নিলাম যা XX’ সরলরেখাকে সমান দুভাগে ভাগ করছে।
Slide5
  • বিন্দু O এর ডানদিক হলো ধনাত্মক দিক এবং বিন্দু O এর বামদিক হলো ঋণাত্মক দিক ।
Slide6
  • বিন্দু O এর ডানদিকে XX’ সরলরেখার উপর ধরি A একটি বিন্দু । যেখানে বিন্দু O তে ” 0 “(শূন্য) এবং বিন্দু A তে স্বাভাবিক সংখ্যা “1” বসাবো । বিন্দু O থেকে বিন্দু A পর্যন্ত যে দূরত্ব সেটা যেকোনো মাপের হতে পারে ।
Slide7
  • এভাবে সমস্ত স্বাভাবিক সংখ্যা যেমন – 2 , 3 , 4 – কে এভাবে A1 , A2 , A3 – দ্বারা বোঝানো হয় । যেখানে –
    1. OA1=A1A2=A2A3=………
    2. OA2=2OA1 , OA3=3OA1
Slide8
  • একই ভাবে বিন্দু O এর বাম দিকেও -1 , -2 , -3 সংখ্যাগুলি বসবে।
Slide9


Leave a Comment