ঘনফল ; ঘনমূল
--ঘনক কি ? –ঘনফল কাকে বলে? – পূর্ণঘনসংখ্যা কি? – ঘনমূল কি?
ঘনফল ; ঘনমূল জানার জন্যে আমাদের নিম্নলিখিত কিছু বিষয়ে জানতে হবে -
ঘনক কাকে বলে ?
ছয় তলবিশিষ্ট যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য,প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রাই পরষ্পর সমান তাদের ঘনক বলে।
ঘনকের উদাহরণ -
যেমন- লুডুর ছক্কা ।
ঘনফল কাকে বলে?
কোনো একটি সংখ্যাকে পরপর তিনবার গুণ করার পর সেই গুণফল কেই ঐ সংখ্যার ঘনফল বলে।
ঘনফল এর উদাহরণ -
3 এর ঘনফল =3×3×3=27
3 এর ঘনফল 27 এটাকে জ্যামিতিক ভাবে দেখলে এভাবে হবে-
3 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে আমাদের 27 টি এক সেমি দৈর্ঘ্যের ঘনক লাগবে
ঘনকের আয়তনের সূত্র কী?/ঘনকের ঘনফলের সূত্র
কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরি a
তাহলে ঘনকটির আয়তন হবে a×a×a
ঘনমূল
যে সংখ্যাকে ঘন করে পূর্ণঘনসংখ্যা পাওয়া যায় তাকে ঐ পূর্ণঘনসংখ্যার ঘনমূল বলে ।
উদাহরণ-
27 একটি পূর্ণঘনসংখ্যা । তাহলে 27 এর ঘনমূল = 3
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন-
StudY with MD