SSC CGL 2023 পরীক্ষার প্যাটার্ন Updated | SSC CGL 2023 Exam Pattern in Bengali Updated.

Exam Name: – CGL; Conducting Authority: -SSC; Topic: – SSC CGL 2023 Exam Pattern


পরীক্ষা হলো দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতোই মনে হবে।

— খাংগাল হুয়েরিট
SSC CGL 2023 Exam Pattern

SSC CGL | সম্মিলিত স্নাতক স্তর এর পরীক্ষা (সংক্ষেপে CGL পরীক্ষা নামে পরিচিত) হল একটি পরীক্ষা যা স্টাফ সিলেকশন কমিশন | SSC দ্বারা পরিচালিত হয় ভারত সরকারের শীর্ষ মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থার বিভিন্ন পদে গ্রুপ B এবং C অফিসারদের নিয়োগের জন্য। স্টাফ সিলেকশন কমিশন 1975 সালে প্রতিষ্ঠিত হয়।

SSC CGL পরীক্ষা ভারতে চাকরির পরীক্ষা গুলির মধ্যে UPSC এর পরেই স্থান দেওয়া হয়। এখানে আমরা আজকে জেনে নেবো SSC CGL 2023 পরীক্ষার প্যাটার্ন | SSC CGL 2023 Exam Pattern.

Table of Contents

SSC CGL পরীক্ষার ধাপ | Steps Of SSC CGL Exam:

SSC CGL পরীক্ষা টি কোনো একটি পরীক্ষা নয়। সময়ের সাথে সাথে প্রতিযোগির সংখ্যা বেড়ে চলার কারণে কমিশন এই পরীক্ষায় বছর বছর নতুবা 2-3 বছরের মধ্যে কিছু না কিছু পরিবর্তন করে থাকে। এই পরীক্ষা টি কিছু ধাপের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। আমরা অনেক পরীক্ষায় দেখে থাকি যে প্রিলি এবং মেইন্স তেমনি এই পরিক্ষাতেও কিছু ধাপ আছে যেগুলোকে কমিশন TIER বলে উল্লেখ করেছে যার বাংলা অর্থ হলো- স্তর/ধাপ

এই SSC CGL 2023 Exam Pattern-এ বর্তমানে দুটি TIER এর মাধ্যমে হয়ে থাকে। যথা-

Tier I
Tier II

এই “Tier I” ও “Tier II” সম্পূর্ণ কম্পিউটারে এবং অনলাইনে হয়ে থাকে ।

তোমরা নীচে দেওয়া লিংকে গিয়ে সমস্ত Tier এর সিলেবাস দেখে নিতে পারো।

এই পরীক্ষায় Tier I এবং Tier II সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমস্ত Tier এর বিবরণ নিম্নে দেওয়া হলো-

Tier Mode
IComputer Based
IIComputer Based

SSC CGL পরীক্ষার Tier I এর ধরণ | SSC CGL 2023 Exam Pattern Tier I:

SSC CGL 2023 Exam Pattern Tier I

SSC CGL পরীক্ষার প্রথম ধাপ হলো Tier I. এই ধাপে প্রত্যেক পরীক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক।

SSC CGL Tier I Subjects:

SSC CGL Tier I -এ চারটি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে । যথা-

General Intelligence and Reasoning
General Awareness
Quantitative Aptitude
English Comprehension

SSC CGL Tier I Number Of Questions:

এই Tier এ যতোগুলি বিষয় আছে সবগুলি থেকে 25 টি করে MCQ থাকবে এবং প্রতি প্রশ্নে 2 নম্বর করে থাকবে। সুতরাং

SubjectNumber of
Questions
Maximum
Marks
General Intelligence and Reasoning2525×2=50
General Awareness2525×2=50
Quantitative Aptitude2525×2=50
English Comprehension2525×2=50
Total100100×2=200

SSC CGL 2023 Exam Pattern এ Tier I এ সর্বমোট 100 টি প্রশ্নের উত্তর করতে হবে যা হবে মোট 200 নম্বরের।

SSC CGL Tier I Questions Type:

SSC CGL 2023 Exam Pattern এ Tier I এ Questions Type হবে সম্পূর্ণ Objective type এবং Multiple Choice Questions

প্রশ্নগুলি দুটি ভাষা মাধ্যমে পরীক্ষায় থাকবে-

( i ) হিন্দি

এবং

( ii ) ইংরাজিতে

SSC CGL Tier I Exam Time:

SSC CGL 2023 Exam Pattern এ Tier I পরীক্ষার জন্যে মোটে 1 ঘণ্টা সময় থাকবে।

অর্থাৎ, 100 টি প্রশ্নের উত্তর তোমাকে 1 ঘণ্টার মধ্যে দিতে হবে।

বিঃ দ্রঃ – কিছু কিছু বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্যে 20 মিনিট সময় বেশী দেওয়া হয়।

Negative Mark in SSC CGL Tier I Exam:

Negative Mark বলতে তুমি যদি পরীক্ষায় একটি ভুল উত্তর করো তার জন্যে তোমার নম্বর কাটা যাবে।

SSC CGL 2023 Exam Pattern এ Tier I পরীক্ষায় একটি ভুল উত্তরের জন্যে .5 বা ½ নম্বর কাটা যাবে।

যতো competitive পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় এই নেগেটিভ মারকিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা একটি ভুল উত্তরের জন্যে তোমার rank অনেক পেছনে চলে যেতে পারে।

SSC CGL Tier I পরীক্ষার সিলেবাস | SSC CGL Tier I Exam Syllabus:

Tier I এ যতগুলো বিষয় আছে প্রত্যেকটি থেকে কিছু নির্দিষ্ট topic থেকে প্রশ্ন দেওয়া হয়।

Tier I Syllabus in Detail
Scheme of Tier I

SSC CGL পরীক্ষার Tier II এর ধরণ | SSC CGL Tier II Exam Pattern:

SSC CGL Tier II

SSC CGL 2023 Exam Pattern এ Tier II এটাও Computer Based । এই Tier এ 3 টি Paper থাকে যথা-

Paper I
Paper II
Paper III
Paper I এ তিনটি Section থাকে যথা-
Section I
Section II
Section III

যেখানে প্রতি Section এ দুটি করে Module থাকে যেমন-

Section IModule-I
&
Module-II
Section IIModule-I
&
Module-II
Section IIIModule-I
&
Module-II

এই প্রতি Module এ একটি করে বিষয় থাকে । কোন Module এ কি বিষয় থাকে তা নিম্নে আলোচনা করে হয়েছে।

Paper I আবার দুটি Session এ সংগঠিত হয়ে থাকে। যথা-

SessionSession TimeSection & Module
I2 ঘণ্টা 15 মিনিটSection-I
(Module I & II)
Section-II
(Module I & II)
Section-III
( Module I )
[ এই Session এ Section-III এর শুধু Module-I থাকে ]
II15 মিনিটSection-III
( Module II )

SSC CGL Tier II Subjects:

SSC CGL 2023 Exam Pattern এ Tier II তে তিনটি Paper থাকে যেখানে Paper I সমস্ত পোস্টের জন্যে আবশ্যিক।

প্রতি Paper এ যে যে বিষয় গুলি থাকে তা হলো-

SSC CGL Tier II Paper I Subjects:

SectionModuleSubject
IIMathematical
Abilities
IIReasoning
and General Intelligence
IIIEnglish
Language and
Comprehension
IIGeneral
Awareness
IIIIComputer
Knowledge Module
IIData Entry
Speed Test Module
পরীক্ষার্থীদের জন্য Paper-I এর সকল বিভাগে যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক ।

SSC CGL Tier II Paper II Subjects:

PaperSubject
IIStatistics

SSC CGL Tier II Paper III Subjects:

PaperSubject
IIIGeneral Studies (Finance
and Economics)

SSC CGL Tier II Number Of Questions:

SSC CGL Tier II Number Of Questions in Paper I:

SubjectNumber Of
Questions
Maximum
Marks
Mathematical
Abilities
3030×3=90
Reasoning
and General Intelligence
3030×3=90
English
Language and
Comprehension
4545×3=135
General
Awareness
2525×3=75
Computer
Knowledge Module
2020×3=60
Data Entry
Speed Test Module
One Data
Entry Task

SSC CGL Tier II Number Of Questions in Paper II:

SubjectNumber Of
Questions
Maximum
Marks
Statistics100100×2=200

SSC CGL Tier II Number Of Questions in Paper III:

SubjectNumber Of
Questions
Maximum
Marks
General Studies (Finance
and Economics)
100100×2=200

SSC CGL Tier II Data Entry Speed Test (DEST):

SSC CGL 2023 Exam Pattern এ Tier-II এর Paper-I এ Section-III এর Module-II তে যে পরীক্ষা টি হয় সেটি হলো Data Entry Speed Test বা DEST ।

“ডেটা এন্ট্রি স্পিড টেস্ট” (DEST) স্কিল টেস্টটি 15 (পনের) মিনিটের জন্য প্রায় 2000 (দুই হাজার) কী ডিপ্রেশনের উত্তরণের জন্য পরিচালিত হবে। দক্ষতা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলি প্রদান করবে। টাইপিং টেস্ট/ DEST এর মূল্যায়ন সম্পর্কে তথ্য পাওয়া যায় কমিশনের ওয়েবসাইট-

https://ssc.nic.in (Candidate’s Corner).

সকল পদের জন্য DEST বাধ্যতামূলক করা হয়েছে।

SSC CGL Tier II Questions Type:

SSC CGL 2023 Exam Pattern Tier II এ Questions Type হবে সম্পূর্ণ Objective type এবং Multiple Choice Questions

প্রশ্নগুলি দুটি ভাষা মাধ্যমে পরীক্ষায় থাকবে-

( i ) হিন্দি

এবং

( ii ) ইংরাজিতে

SSC CGL Tier II Exam Time:

SSC CGL Tier II পরীক্ষা যেহেতু online মাধ্যমে হয় সেহেতু তোমাদের আগে থেকে ভালো করে পরীক্ষার সময় সম্পর্কে অবগত থাকতে হবে। এই সমস্ত competitive পরীক্ষার মূল point হচ্ছে সময়ের মধ্যে সরবাধিক প্রশ্নের উত্তর সম্পূর্ণ করা যেটা অন্ত্যান্ত অভ্যাস এবং সময় সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে তবেই আয়ত্তে আসবে।

SSC CGL Tier II এর Paper-I পরীক্ষা একই দিনে দুটি Session এ সংগঠিত হবে। যথা-

Session-I এবং Session-II

Session-I এর সময় হলো- 2 ঘণ্টা 15 মিনিট এবং Session-II এর সময় হলো- শুধু 15 মিনিট।

SessionSectionModuleTime
Allowed
III (Mathematical Abilities)
&
II (Reasoning and General Intelligence)
1 Hour
(On completion of one hour,
this section will get automatically closed.)
III (English Language and Comprehension)
&
II (General Awareness)
1 Hour
(On completion of one hour,
this section will get automatically closed.)
IIII (Computer Knowledge
Test)
15 Minutes
(On completion of Module-I of
Section-III, Session-I will come to an end)
After the completion of Session-I, the candidates will get a break for re-registration for Session-II
IIIIIII (Data Entry Speed Test)15 Minutes

Negative Mark in SSC CGL Tier II Exam:

Negative Mark বলতে তুমি যদি পরীক্ষায় একটি ভুল উত্তর করো তার জন্যে তোমার নম্বর কাটা যাবে।

SSC CGL Tier II পরীক্ষায় Paper I এর Section-I, Section-II এবং Section-III এর Module-I এ একটি ভুল উত্তরের জন্যে 1 নম্বর কাটা যাবে।

এবং

Paper-II এবং Paper-III তে একটি ভুল উত্তরের জন্যে .5 বা ½ নম্বর কাটা যাবে।

যতো competitive পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় এই নেগেটিভ মারকিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা একটি ভুল উত্তরের জন্যে তোমার rank অনেক পেছনে চলে যেতে পারে।

Tier ii scheme

SSC CGL কোন Paper কাদের জন্যেঃ

TierPaperFor
ICompulsory For All Posts
IIICompulsory For All Posts
[ Module-I of Section-III of Paper-I i.e. Computer Knowledge Test is mandatory but qualifying in nature. However, while shortlisting the candidates for the posts where Computer Proficiency is prescribed viz. Assistant Section Officer in CSS, MEA & AFHQ, Assistant in Serious Fraud Investigation Office (SFIO) under the Ministry of Corporate Affairs, Assistant (GSI) in the Ministry of Mines, Assistant in Indian Meteorological Department (Ministry of Earth Sciences), Inspector (CGST & Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner) & Executive Assistant in CBIC and Postal Assistant/ Sorting Assistant in Department of Post etc., higher qualifying standards will be set in comparison to other posts.]
IIPaper-II শুধুমাত্র তাদের জন্যে যারা Junior
Statistical Officer (JSO) in the Ministry of Statistics
এবং
Statistical Investigator Grade-II in the office of
Registrar General of India (M/o Home Affairs)
পোস্টের জন্যে আবেদন করবে
IIIPaper-III শুধুমাত্র তাদের জন্যে যারা Assistant Audit Officer/ Assistant Accounts Officer পোস্টের জন্যে আবেদন করবে এবং Tier I পাশ করবে।


SSC CGL Exam সম্পর্কে আরও দেখো-
pointer SSC CGL Exam Details
pointer SSC CGL Exam Pattern
pointer How to Apply SSC CGL Exam
pointer Jobs in SSC CGL Exam

Frequently Asked Questions For Tier I:

What is SSC CGL Tier 1 2 3 4?

SSC CGL Tier 1 2 হলো এই পরীক্ষার ধাপ ।

What is Tier 3 pattern in SSC CGL?

SSC CGL এ Tier-III তে ইংরাজি অথবা হিন্দিতে বর্ণনামূলক পরীক্ষা হয় যাতে প্রবন্ধ রচনা, চিঠি, দরখাস্ত ইত্যাদি pen & paper এ লিখতে হয়। বর্তমানে এই Tier নেই।

Is SSC CGL Tier 2 compulsory for all?

Tier-II তে তিনটি Paper আছে তার মধ্যে Paper-I সবার জন্যে Compulsory.

Is SSC CGL Tier 3 compulsory for all?

বর্তমানে এই Tier নেই ।

Does SSC CGL have physical test?

নিম্নলিখিত পদের জন্যে SSC CGL এ Physical Test হয়

1.Inspector (Central Excise)-CBIC
2.Inspector (Examiner)-CBIC
3.Inspector (Preventive Officer)-CBIC
4.Inspector-CBN
5.Sub-Inspector-CBN, Ministry of Finance
6.Sub-Inspector/ Junior Intelligence Officer in NCB, MHA
7.Sub-Inspector-CBI
8.Sub-Inspector-NIA

What is the passing marks for SSC CGL Tier 2?

Minimum qualifying marks in Tier-I, Section-I, Section-II & Module-I of
Section-III of Paper-I of Tier-II, Paper-II & Paper-III of Tier-II Examination are
as follows:
1 UR: 30%
2 OBC/ EWS: 25%
3 All other categories: 20%

Does CGL require typing?

হ্যাঁ।

“ডেটা এন্ট্রি স্পিড টেস্ট” (DEST) স্কিল টেস্টটি 15 (পনের) মিনিটের জন্য প্রায় 2000 (দুই হাজার) কী ডিপ্রেশনের উত্তরণের জন্য পরিচালিত হবে। দক্ষতা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলি প্রদান করবে। টাইপিং টেস্ট/ DEST এর মূল্যায়ন সম্পর্কে তথ্য পাওয়া যায় কমিশনের ওয়েবসাইট-

https://ssc.nic.in (Candidate’s Corner).

সকল পদের জন্য DEST বাধ্যতামূলক করা হয়েছে।

Is percentage required for CGL?

Minimum qualifying marks in Tier-I, Section-I, Section-II & Module-I of
Section-III of Paper-I of Tier-II, Paper-II & Paper-III of Tier-II Examination are
as follows:
1 UR: 30%
2 OBC/ EWS: 25%
3 All other categories: 20%

What happens in CGL Tier 4?

Computer Proficiency Test/ Skill Test (wherever
applicable)/ Document Verification। বর্তমানে এই Tier নেই ।

Is Tier 4 compulsory in SSC CGL?

Computer Proficiency Test/ Skill Test (wherever
applicable)/ Document Verification

What is the cutoff of SSC CGL?

SSC CGL এর cutoff সব সময় একই থাকে না। প্রতিযোগিতা অনুসারে cutoff পরিবর্তন হয়।

How many candidates qualified for SSC CGL Tier 1?

এটা সম্পূর্ণ নিরভর করে ওই বছরে cutoff কতো নেমেছে।

Is SSC CGL Tier 3 compulsory for all?

হ্যাঁ, Tier 3 সবার অর্থাৎ যারা Tier-I এবং Tier-II পাশ করবে তাদের জন্যে Compulsory.

Is typing test compulsory for CGL?

হ্যাঁ।

“ডেটা এন্ট্রি স্পিড টেস্ট” (DEST) স্কিল টেস্টটি 15 (পনের) মিনিটের জন্য প্রায় 2000 (দুই হাজার) কী ডিপ্রেশনের উত্তরণের জন্য পরিচালিত হবে। দক্ষতা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলি প্রদান করবে। টাইপিং টেস্ট/ DEST এর মূল্যায়ন সম্পর্কে তথ্য পাওয়া যায় কমিশনের ওয়েবসাইট-

https://ssc.nic.in (Candidate’s Corner).

সকল পদের জন্য DEST বাধ্যতামূলক করা হয়েছে।

What is the passing marks for CGL?

Minimum qualifying marks in Tier-I, Section-I, Section-II & Module-I of
Section-III of Paper-I of Tier-II, Paper-II & Paper-III of Tier-II Examination are
as follows:
1 UR: 30%
2 OBC/ EWS: 25%
3 All other categories: 20%

What is the minimum marks to qualify SSC CGL Tier 2?

Minimum qualifying marks in Tier-I, Section-I, Section-II & Module-I of
Section-III of Paper-I of Tier-II, Paper-II & Paper-III of Tier-II Examination are
as follows:
1 UR: 30%
2 OBC/ EWS: 25%
3 All other categories: 20%

What is Tier 3 of CGL?

Tier-III এটি এখন হয়না।

What is the total marks for CGL Tier 2?

Total marks for CGL Tier 2

Paper I-450

Paper II-200

Paper III-200

What is the cut off of SSC CGL Tier 1?

Minimum qualifying marks in Tier-I, Section-I, Section-II & Module-I of
Section-III of Paper-I of Tier-II, Paper-II & Paper-III of Tier-II Examination are
as follows:
1 UR: 30%
2 OBC/ EWS: 25%
3 All other categories: 20%

How many marks for CGL Tier 1?

Total 200 marks for CGL Tier I



Leave a Comment