যে সরলরেখাংশ, দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে।
একটি ছেদক যখন দুটি সরলরেখা কে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন, ঐ দুটি সরলরেখার মধ্যে একটি সরলরেখার একটি অন্তঃস্থ কোণ ও অপর সরলরেখার একটি বহিঃস্থ কোণ ঐ ছেদকের একই পার্শ্বে থাকে। ঐ কোণ জোড়াকে একে অপরের অনুরূপ কোণ বলে।
AB ও CD দুটি সরলরেখা এবং FE একটি ছেদক যা ঐ দুটি সরলরেখাকে যথাক্রমে G ও H বিন্দুতে ছেদ করেছে।
একটি ছেদক যখন দুটি সরলরেখা কে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন, ঐ দুটি সরলরেখার মধ্যে একটি সরলরেখার একটি অন্তঃস্থ কোণ ও অপর সরলরেখার একটি বহিঃস্থ কোণ ঐ ছেদকের বিপরীত পার্শ্বে থাকে। ঐ কোণ জোড়াকে একে অপরের একান্তর কোণ বলে।