গুণ ও ভাগ বিপরীত ক্রিয়া কেন হয়?

\(\log_{e}^{2}\) . \(\log_{x}^{25} = \log_{10}^{16}\) . \(\log_{e}^{10}\)

এই অধ্যায় টি ভালো করে বুঝতে হবে, কারণ মূলদ সংখ্যা সংখ্যারেখায় অবস্থান কিরকম তা আমরা এই অধ্যায় তে জানতে পারলাম ।
তোমরা যদি এই অধ্যায়ের সারাংশ না পড়ো তাহলে সংখ্যারেখায় মূলদ সংখ্যার অবস্থান আমরা বুঝতে পারবোনা । সুতরাং তোমাদের বলবো তোমরা আগে অধ্যায়ের সারাংশ দেখে নিয়ে তারপর কষে দেখি 3 শুরু করো ।

odhyayer sarangs er image
x এর সহগy এর সহগ ধ্রুবক
\(\frac{1}{\log _{xy}^{(xyz)}}\)\(\log _{2\sqrt{3}}^{1728}\)\(\log_{3}^{4}\)×\(\log_{4}^{5}\)×\(\log_{5}^{6}\)×\(\log_{6}^{7}\)×\(\log_{7}^{3}\)
▲AEB ও ▲FDC এর মধ্যে,
AB = DC
[প্রদত্ত]
AEB = DDC = 90°
AE = DF = x
▲AEB ≅ ▲ FDC
BE=FC
[সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ]

সুতরাং,

x/=1/
\(\sin^2 {\theta}^2\) = sin\(\theta\) =
\(9 \ 8\)
বা,

এবং

y/=1/
▲AOC ও ▲BOC এর মধ্যে,
AOC = BOC
OA = OB (বৃত্তের ব্যাসার্ধ)
OC সাধারণ বাহু
▲AOC ≅ ▲BOC
OAC = OBC [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ]
OBC = 45°
ধরি,
x
y
ধরি,
বক্ত্যব্য রৈখিক সমীকরণ

x চলটি অপনয়ন করার জন্যে ( i ) নং সমীকরণ কে 9 দিয়ে এবং ( ii ) নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই,

( i ) নং সমীকরণে x = বসিয়ে পাই,

বা,
বা,
বা,
বা,
বা,

A(-2, -11) এবং B(-3,7) বিন্দুযুগল এর দূরত্ব –
= √{(-2-4)2+(-11-6)2]
সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্কঃ
অনুপাতসিদ্ধান্ত
2/2≠1/-3সমাধান যোগ্য এবং একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে।

y চলটি অপনয়ন করার জন্যে ( i ) নং সমীকরণ কে দিয়ে এবং ( ii ) নং সমীকরণকে দিয়ে গুণ করে পাই,


—-( i )
এবং

—–( ii )

—-(i)
বা,
বা,
বা,
বা,
বা,
( ii ) নং সমীকরণে y -এর পরিবর্তে বসিয়ে পাই,
বা,
বা,
বা,
বা,
বা,

( i ) নং সমীকরণে x = বসিয়ে পাই,

বা,
বা,
বা,
বা,
বা,
=
=
=
=
=
=

—-( i )
এবং

—–( ii )

নির্ণেয় সমাধান,

SSC CGL Exam সম্পর্কে আরও দেখো-
pointer SSC CGL Exam Details
pointer SSC CGL Exam Syllabus
pointer SSC CGL Exam Pattern
pointer How to Apply SSC CGL Exam
pointer Jobs in SSC CGL Exam
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের বাকি কষে দেখি –
কষে দেখিকষে দেখি 1.1
কষে দেখি 1.2
কষে দেখি 1.3
কষে দেখি 1.4
কষে দেখি 1.5




Leave a Comment