About Us

About Us

আমার About Us পেজ এ আসার জন্যে ধন্যবাদ ।

wbstudyhub.in কেন?

আমি মোঃ সাহানুয়াজ হোসেন একজন গণিতের ছাত্র এবং গণিতকে ভালোবাসি। অংকের সমাধান করতে এবং একটা অংক কতো সহজ উপায়ে করা যায় সেই বিষয়ে একটু ঘাঁটাঘাঁটি করতে থাকি।

আমি আমার M.Sc শেষ করে যখন বাড়িতে আসি তখন ভেবেছিলাম যে tution পড়াবো। কিন্তু আমাদের গ্রামের এইদিকে বিজ্ঞান কে সেভাবে জোর দিয়ে পড়ানো বা বোঝানো হয়না। সবটাই গতানুগতিক ভাবে চলে । এসব দেখে ভাবলাম যে একটা youtube channel খুলবো কিন্তু youtube channel খোলার জন্যে আমি এখন প্রস্তুত নয়। তবে আগামী ১-২ বছরের মধ্যে youtube এ পা রাখার ইচ্ছে আছে।

এখানে আমি চেষ্টা করবো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব অংকের সমাধান করে দিতে। যে সমাধানে থাকবে সহজ সরল steps , একটা লাইন থেকে আরএকটা লাইন কেন হলো, এমনকি যেখানে ছবি দিয়ে বোঝানো যাবে সেখানে আমি সম্পূর্ণ চেষ্টা করবো যাতে তোমাদের কোথাও কোন জায়গায় বুঝতে ত্রুটি না থাকে।

এছাড়াও তোমাদের Carrier এ কিছু গাইড যেমন – Entrance Exam, Job Exam, Scholarship, Study Tips এই সমস্ত বিষয়েও আলোচনা করা হবে।

wbstudyhub.in(About Us) -এ কি কি থাকছে/থাকবেঃ

এখানে যে যে বিষয়ে পোস্ট লিখা হবে তা হলো ,

>বই ডাওনলোড

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত শ্রেণীতে সরকারি ভাবে যে বই গুলো দেওয়া হয় তা এখানে পেয়ে যাবেন ।

> প্রাথমিক গণিত

গণিত এর প্রাথমিক যে বিষয় সেগুলো খুবই সহজ ভাবে বোঝানো হয়েছে ।

>শ্রেণী ভিত্তিক গণিত সমাধান

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত শ্রেণীর গণিত বই এর কষে দেখি এখানে আমি পোস্ট করছি , যেখানে

  • প্রতিটি অংক ভালো করে বোঝানো আছে
  • সুন্দর করে step by step , মানে কোন step-jump না দিয়েই সরল করে করা হয়েছে।
  • প্রতি অংক তে এক লাইন থেকে পরের লাইন কিভাবে আসছে, সেটা হয় arrow দিয়ে নতুবা পাশে box এর মধ্যে লিখে বোঝানো হয়েছে।
  • প্রতি অধ্যায় শুরু করার আগে প্রত্যেক অধ্যায়ের সারাংশ লিখা হয়েছে ,যেখানে
    • অধ্যায় টাতে কি আছে
    • অধ্যায়ে যে অংক গুলো করতে হবে তা কিভাবে করতে হবে তার একটা সার- সংক্ষেপ লেখা হয়েছে।
    • কতোটা পড়তে হবে ?
    • কিভাবে পড়তে হবে ?

আগামি ২-১ বছরের মধ্যে এই সাইটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত শ্রেণীর অংকের সমাধান করা হবে।

> বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার বিবরণঃ

বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন- JEE, NEET, IISER, IIT, NET, NIT ইত্যাদি পরীক্ষার বিবরণ থাকবে।

> বিভিন্ন চাকরীর পরীক্ষার বিবরণঃ

আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন চাকরীর পরীক্ষা সম্পর্কে লেখা হবে।

> শ্রেণী ভিত্তিক বিভিন্ন স্কলারশিপের বিবরণঃ

শ্রেণী ভিত্তিক সমস্ত স্কলারশিপের বিবরন থাকবে।