SSC CGL পরীক্ষার জন্যে বই|Best Books for SSC CGL Exam 2023

Topic: – Best Books for SSC CGL Exam 2023


SSC CGL পরীক্ষার জন্যে সঠিক Study Material তোমাকে সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করবে।বর্তমান বাজার এবং প্রতিযোগিতাকে সামনে রেখে সব দিক বিবেচনা করে তোমাদের জন্যে আমি এই Best Books for SSC CGL Exam নির্দেশিকাতে এই পরীক্ষার জন্যে Best বই এর কথা বলেছি এই বইগুলি বিশেষজ্ঞদের দ্বারা সুপারিশ করা হয়েছে এবং অসংখ্য প্রার্থীকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।

Best Books for SSC CGL Exam

Best Books for SSC CGL Exam 1

Best Books for SSC CGL Exam এর জন্যে আমরা বিষয়ভিত্তিক বই এর list এখানে দেওয়া হলো-

Best Quantitative Aptitude Books for SSC CGL Exam:

Quantitative Aptitude Book for SSC CGL খোঁজার আগে তোমাদের অবশ্যই NCERT এর Class VI থেকে Class X পর্যন্ত সমস্ত ক্লাসের অংক ভালোভাবে করতে হবে। তারপর তোমরা অন্য কোনো বই ফলো করবে।

Best Books for SSC CGL Exam এর মধ্যে Quantitative Aptitude বিষয়ে Best বই গুলি হলো-

1. SSC Mathematics

image 20
Rakesh Yadav Reader Publication

2. Play with Advanced Maths

image 21
Abhinay Sharma

3. Quantitative Aptitude for Competitive Examinations

image 22
R S Aggarwal

Best English Books for SSC CGL Exam:

এসএসসি সিজিএল পরীক্ষার জন্য English Language and Comprehension বিভাগের জন্য সেরা বইগুলির হলো-

1.Objective General English

image 17
SP Bakshi (Arihant)

2.Competitive General English

image 18
Kiran Prakashan

3. Quick Learning Objective General English

image 19
R S Aggarwal

Best Reasoning Books for SSC CGL Exam:

Reasoning বিষয়ে Best বই গুলি হলো-

1. A Modern Approach to Verbal & Non-Verbal Reasoning

image 23
S Chand

2. A New Approach to Reasoning

image 24
Arihant

Best General Awareness Books for SSC CGL Exam:

General Awareness Book for SSC CGL খোঁজার আগে তোমাদের অবশ্যই NCERT এর Class VI থেকে Class X পর্যন্ত সমস্ত ক্লাসের সমস্ত বিষয়গুলি ভালোভাবে পড়তে হবে। তারপর তোমরা অন্য কোনো বই ফলো করবে।

General Awareness বিষয়ে Best বই গুলি হলো-

1. Lucent’s General Awareness

image 25
Lucent

2.Manorama Yearbook

image 26
Arihant

এসএসসি সিজিএল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক বই নির্বাচন করা অপরিহার্য। এই নিবন্ধে প্রস্তাবিত বইগুলি বিশেষজ্ঞ এবং সফল প্রার্থীদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একটি অধ্যয়ন পরিকল্পনা তৈরি করতে ধারাবাহিক থাকতে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। তোমার সাফল্যের সম্ভাবনা সর্বাধিক করতে মক টেস্ট, অনলাইন সংস্থান এবং স্ব-মূল্যায়নের সাথে তোমার বই অধ্যয়নকে একত্রিত করো। সঠিক Study Material এবং সঠিক প্রস্তুতির সাথে, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে এবং SSC CGL পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে।

আমি তোমাদের জন্যে বর্তমানের সমস্ত দিক বিবেচনা করে কিভাবে এই পরীক্ষার জন্যে প্রস্তুতি নেবে তার একটি বিস্তৃত আলোচনা বা নির্দেশিকা তৈরি করেছি সেটা তোমরা নীচের লিংকে গিয়ে পড়বে এবং সেই মতো নিজেকে প্রস্তুত করবে।


Frequently Asked Questions (FAQs)

How should I choose the best books for SSC CGL Exam preparation?

বই Choose করার সময় যে যে বিষয়গুলি দেখে নিতে হবে সেগুলি হলো-
1. Author’s expertise
2. Book reviews
3.Content coverage
4. Relevance to the exam syllabus
আর তাছাড়াও যারা সফল হয়েছে তাদের কাছেও পরামর্শ নিতে হবে।

Are the recommended books sufficient for SSC CGL Exam preparation?

এখানে যে বই গুলি recommend করা হয়েছে সেগুলি সমস্ত জায়গা থেকে feedback নিয়ে দেওয়া হয়েছে। আর এর সাথে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে করতে হবে।

How can I make the most of the recommended books?

পরীক্ষার সিলেবাস বুঝে শুরু করো এবং একটি অধ্যয়নের পরিকল্পনা তৈরি করো। অধ্যায়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, নোট তৈরি করো এবং প্রদত্ত অনুশীলনী প্রশ্নের সমাধান করো। নির্ভরযোগ্য উৎস বা পরামর্শদাতাদের কাছ থেকে কোন সন্দেহের জন্য জিজ্ঞেস করে সন্দেহ দূর করো।


Leave a Comment