কিভাবে SSC CGL পরীক্ষার প্রস্তুতি নিতে হয়?|How to Prepare for SSC CGL Exam 2023?

Topic: – How to Prepare for SSC CGL Exam


Staff Selection Commission দ্বারা আয়োজিত CGL|Combined Graduate Level পরীক্ষা একটি সুপ্রতিষ্ঠিত কর্মজীবনের জন্যে খুব সুন্দর সুযোগ প্রদান করে। এই পরীক্ষা টি সমস্ত ভারতবর্ষের মধ্যে একটি প্রথম সারির প্রতিযোগিতা মূলক পরীক্ষা যা প্রতিবছর হয়ে থাকে এবং এই পরীক্ষার জন্যে প্রচুর ছাত্র-ছাত্রী প্রস্তুতি নেই এবং এই SSC CGL পরীক্ষায় অংশ নিয়ে থাকে। এই পরীক্ষায় তারায় সফল হতে পারে যারা সঠিক পথে নিজেদের প্রস্তুতিকে চালনা করে থাকে। এই পরীক্ষায় পাশ করার জন্যে খুব মেধাবি হওয়ার প্রয়োজন পড়েনা, প্রয়োজন হয় সঠিক নির্দেশনা এবং কঠোর মনোবল।

তোমরা যারা এই পরীক্ষায় অংশ নিবে বলে মনে করেছো বা নিচ্ছো তাদের জন্যে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা ও আমার ছাত্র জীবনে যা অনুভব করেছি এবং বর্তমান প্রতিযোগিতাকে সামনে রেখে যে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি এবং একটি কৌশলগত পদ্ধতির প্রয়োজন তা আমার এই ”কিভাবে SSC CGL পরীক্ষার প্রস্তুতি নিতে হয়|How to prepare for SSC CGL Exam ” Article এ আমি তার সম্পূর্ণ একটি নির্দেশিকা প্রদান করছি।

How to Prepare for SSC CGL

How to Prepare SSC CGL Exam: First Create a Positive Mindset

positive mindset

এই SSC CGL এর মতো পরীক্ষার প্রস্তুতি নিয়ে এই ”কিভাবে SSC CGL পরীক্ষার প্রস্তুতি নিতে হয়|How to prepare for SSC CGL Exam” article টি নিয়ে গবেশনা করে এবং আমার অভিজ্ঞতা থেকে লিখতে গিয়ে তোমাদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা আমি দেখছি সেটি হলো তোমাদের Mind-Set এর সমস্যা।

এই পরীক্ষাটি কোনো ছোটো পরীক্ষা নয়! এর জন্যে প্রস্তুতির সময় যথেষ্ট ধৈর্য এর প্রয়োজন। সেই জন্যে তোমার প্রস্তুতির লম্বা যাত্রা জুড়ে একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং ইতিবাচক প্রভাবে নিজেকে ঘিরে রাখতে হবে। সেই ইতিবাচক পরিবেশ তৈরি করার জন্যে তোমাকে তোমার চিনা পরিচিতর মধ্যে কিছু বন্ধুর খোঁজ করতে হবে যারা তোমার মতোই এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

How to prepare for SSC CGL: Understanding the Exam Pattern

Understand

কোনো পরীক্ষায় বসার আগে সর্বপ্রথম তোমার যেটা দরকার সেটা হলো ওই পরীক্ষার Pattern বা পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অরজন করা। যাতে তুমি বুঝতে পারো যে এই পরীক্ষায় তোমাকে তোমার মানসিকতা কতটা শক্ত করতে হবে।

এই SSC CGL পরীক্ষাটি মূলত দুটি ধাপে হয়ে থাকে যা সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক।

এই পরীক্ষার Pattern সম্পর্কে আমি তোমাদের জন্যে Details এ আলোচনা করেছি যা তোমরা নীচের এই লিংক থেকে পড়ে নিতে পারবে।

How to prepare for SSC CGL: Know the Syllabus

SSC CGL: Know the Syllabus

কোনো পরীক্ষার সিলেবাস না জেনে ওই পরীক্ষার জন্যে প্রস্তুতি নেওয়া একটা বোকামি। সুতরাং তোমাদের এই বকামির কাজ যাতে না করতে হয় সেই জন্যেই আমি এই ”কিভাবে SSC CGL এর জন্যে প্রস্তুতি নিতে হয়|How to Prepare for SSC CGL Exam” এই article টিতে SSC CGL পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি।

এই পরিক্ষাটি দুটি ধাপে হয়ে থাকে। যথা- Tier-I ও Tier-II .

SSC CGL Tier I -এ চারটি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে । যথা-

General Intelligence and Reasoning
General Awareness
Quantitative Aptitude
English Comprehension

এবং Tier-II তে পরিক্ষাটি একটি বড়ো হয় Tier-I এর থেকে। এই Tier-II তে যে সমস্ত বিষয় থাকে তা হলো-

Mathematical Abilities
Reasoning and General Intelligence
English Language and Comprehension
General Awareness
Computer Proficiency
General Studies-Finance and Economics(Not For All)
Statistics (Not For All)

আমি তোমাদের জন্যে প্রতিটা বিষয়ের জন্যে আলাদা ভাবে Detail Syllabus টি নীচের এই লিংকে প্রদান করেছি।

How to Prepare SSC CGL Exam: Collect Study Material

এর আগে তোমাদের আমি যে সম্পর্কে বললাম তা হলো-

  • পরীক্ষার পদ্ধতি
  • পরীক্ষার সিলেবাস

এর পরের যে বিষয়ে তোমাদের জানতে হবে সেটি হলো ওই পরীক্ষার জন্যে কি পড়বে?, কতটুকু পড়বে? এবং যেটা পড়বে সেটা কথা থেকে পড়বে?!

Study material

তুমি যে বিষয় বা কলেজে যে বিভাগেই পড়ো বা পড়ে এসেছো কোনো একটা বিষয় বা কোনো নির্দিষ্ট একটি বিভাগে পড়ে এই পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা যাবে না। এই পরীক্ষার সিলেবাস যে খুব বড়ো তাও নয়। এই পরীক্ষার জন্যে তোমাকে সঠিক বই এর প্রয়োজন। যা আমি তোমাদের জন্যে খুঁজে খুঁজে বের করেছি কোন বই এবং কোথায় সঠিক Study Material পাবে।

How to Prepare SSC CGL Exam: Be Aware about Your Study Plan

Study plan

এই পরীক্ষায় সফল হতে গেলে তোমাকে তোমার Study বিষয়ে সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনার উপর সচেতন থাকতে হবে যাতে ওই Plan এর regularity and punctuality বজায় থাকে। একটি সুগঠিত অধ্যয়ন পরিকল্পনা তোমাকে তোমার প্রস্তুতির যাত্রা জুড়ে সংগঠিত এবং মনোযোগী করে রাখবে। তোমার সময়কে দক্ষতার সাথে বিভিন্ন বিষয়ের মধ্যে ভাগ করতে হবে এবং সংশোধন ও অনুশীলনের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে।তোমার অগ্রগতিকে কার্যকরভাবে ট্র্যাক করতে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্যমাত্রা সেট করতে হবে। যে যে বিষয়ে অধিক সচেতন হতে হবে-

Focus on General Intelligence and Reasoning:

জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং হল এসএসসি সিজিএল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। কোডিং-ডিকোডিং, উপমা, সিরিজ এবং পাজলগুলির মতো বিষয়গুলি থেকে বিস্তৃত সমস্যাগুলি অনুশীলন করে তোমার বিশ্লেষণাত্মক এবং যৌক্তিক যুক্তি দক্ষতা বিকাশ করো। অন্তর্নিহিত নিদর্শন এবং ধারণা বোঝার উপর ফোকাস করো।

Mastering Quantitative Aptitude:

পরিমাণগত যোগ্যতার জন্য গাণিতিক ধারণা এবং সমস্যা সমাধানের দক্ষতার একটি শক্তিশালী ভিত্তি প্রয়োজন। সংখ্যা পদ্ধতি, সরলীকরণ, বীজগণিত, জ্যামিতি এবং ডেটা ব্যাখ্যার মতো বিভিন্ন বিষয় অনুশীলন করো। তোমার গতি এবং নির্ভুলতা উন্নত করতে নিয়মিতভাবে মক টেস্ট এবং বিগত বছরের প্রশ্নপত্রগুলি সমাধান করো ।

Enhancing English Language Skills:

Staff Selection Commission এই পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষা বিভাগ ব্যাকরণ, শব্দভান্ডার, বোধগম্যতা এবং লেখার দক্ষতায় প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন করে। নিয়মিত সংবাদপত্র, উপন্যাস এবং ম্যাগাজিন পড়ার মাধ্যমে তোমার ইংরেজি ভাষার দক্ষতা বাড়াও। ব্যাকরণের নিয়মগুলি সঠিক ভাবে আয়ত্ত করো,বোধগম্য প্যাসেজ অনুশীলন করো এবং তোমার শব্দভাণ্ডার প্রসারিত করতে নতুন শব্দ শিখো।

Strengthening General Awareness:

এসএসসি সিজিএল পরীক্ষায় সাধারণ সচেতনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং সাধারণ বিজ্ঞানের সাথে আপডেট নিজেকে আপডেট রাখ।তার জন্যে সংবাদপত্র পত্র পড়ো, নিউজ চ্যানেল দেখো, এবং এই ক্ষেত্রগুলিতে তোমার জ্ঞান বাড়ানোর জন্য নির্ভরযোগ্য অধ্যয়নের উপকরণ দেখো।

How to Prepare SSC CGL Exam: Time Management

Time manegment

সময় ব্যবস্থাপনা এসএসসি সিজিএল পরীক্ষায় ভালো পারফর্ম করার মূল চাবিকাঠি। তোমার প্রস্তুতির সময়, বরাদ্দকৃত সময়সীমার মধ্যে প্রশ্নগুলি সমাধান করার অনুশীলন করো। যে যে বিভাগগুলি সময় বেশী লাগছে সেগুলি শনাক্ত করো এবং তার উপর সময় দাও এবং দক্ষতার সঙ্গে সেগুলি আয়ত্ত করো। এই অভ্যাস তোমাকে সঠিক সময়ের মধ্যে পরীক্ষাটি শেষ করতে সাহায্য করবে।

How to Prepare SSC CGL Exam:Practicing Mock Tests

Practice

পরীক্ষার ফর্ম্যাটের সাথে নিজেকে পরিচিত করতে, তোমার সময় পরিচালনার দক্ষতা উন্নত করতে এবং তোমার সামগ্রিক কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য নিয়মিতভাবে মক টেস্ট অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে কোন বিষয়ে বা কোন topic এ তুমি ভালো performance করছো এবং কোথায় তোমার দুর্বলতা থাকছে সেটা খুঁজে বার করতে পারবে। এবং সেগুলি বিশ্লেষণ করে দুর্বল অঞ্চলগুলির উন্নতিতে ফোকাস করতে পারবে। এটি তোমার আত্মবিশ্বাস এবং পরীক্ষায় সফল হওয়ার সাহস বাড়িয়ে তুলবে এবং তোমাকে সবচেয়ে কার্যকর কৌশলগুলি সনাক্ত করতে সহায়তা করবে।

How to Prepare SSC CGL Exam: Revision Techniques

Revision

তোমার অধ্যয়ন পরিকল্পনায় Revision এর জন্য dedicated সময় বরাদ্দ করতেই হবে, কারণ তুমি যতই পড়াশোনা করোনা কেন তুমি যেটা পড়ছো সেটার সম্পূর্ণ আয়ত্ত পেতে তোমাকে Revision খুবই জরুরি। সেজন্য তোমাকে Revision সম্পর্কে যথেষ্ট serious হতে হবে। নিয়মিতভাবে প্রতিটি বিভাগ থেকে ধারণা, সূত্র এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংশোধন কড়তে হবে। দ্রুত রেফারেন্সের জন্য সংক্ষিপ্ত নোট তৈরি এবং মূল তথ্য মনে রাখার জন্য স্মৃতি সংক্রান্ত কৌশল ব্যবহার করতে হবে। পুনর্বিবেচনার সময় বিগত বছরের প্রশ্নপত্রগুলি সমাধান করা তোমাকে তোমার অগ্রগতি মূল্যায়ন করতে সহায়তা করবে।

How to Prepare SSC CGL Exam: Guidance & Support

online guidence

তোমার যদি কিছু বিষয়কে চ্যালেঞ্জিং মনে হয় বা গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে পরামর্শদাতা, শিক্ষক বা অনলাইন ফোরাম থেকে সাহায্য চাইতে দ্বিধা করবে না।এখন বর্তমান ডিজিটাল এর দুনিয়াতে Education একটি সহজলভ্য উপাদান হয়ে উঠেছে। কোচিং ইনস্টিটিউট বা অনলাইন স্টাডি গ্রুপে যোগদান তোমাকে মূল্যবান অন্তর্দৃষ্টি, কৌশল এবং সহকর্মী সমর্থন প্রদান করতে পারে। মনে রাখবে, সাহায্য চাওয়া দৃঢ়সংকল্প এবং সাফল্যের প্রতিশ্রুতি।

Conclusion:

SSC CGL পরীক্ষার প্রস্তুতির জন্যে নিয়মানুবর্তিতা এবং একটি নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রয়োজন।আমার এই ”কিভাবে SSC CGL এর জন্যে প্রস্তুতি নিতে হয়|How to Prepare for SSC CGL Exam” নির্দেশিকায় বর্ণিত কৌশলগুলি অনুসরণ করে, তুমি তোমার সাফল্যের সম্ভাবনাকে নিশ্চিতভাবে বাড়াতে পারবে। ধারাবাহিক থাকো, নিয়মিত অনুশীলন করো এবং নিজের ক্ষমতায় বিশ্বাস করো। মনে রাখবে, সাফল্য তাদের কাছে আসে যারা কঠোর পরিশ্রম করতে এবং অধ্যবসায় করতে ইচ্ছুক


FAQs (Frequently Asked Questions)

How long does it take to prepare for the SSC CGL examination?

প্রস্তুতির সময় তোমার বিদ্যমান জ্ঞান এবং অধ্যয়নের সময়সূচীর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। গড়ে, ভাল ফলাফল পেতে প্রায় 4-6 মাস প্রস্তুতি নিতে হয়।

Can I crack the SSC CGL examination without coaching?

বর্তমান Educatition যেভাবে Digitalized হচ্ছে তাতে without কোচিং এ এই পরীক্ষায় সফল হওয়া সম্ভব। তোমাকে শুধু সঠিক নির্দেশিকা এবং সঠিক Material সংরহ করতে হবে।

Is it necessary to solve previous years’ question papers?

বিগত বছরের প্রশ্নপত্রগুলি সমাধান অত্যান্ত জরুরি কারণ এটি তোমাকে পরীক্ষার প্যাটার্নের সাথে পরিচিত করে, তোমাকে প্রশ্নের ধরনগুলি বুঝতে সাহায্য করে এবং তোমার সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নত করে।

Are there any age limit to appear for the SSC CGL examination?

হ্যাঁ। এই পরীক্ষায় মিনিমাম 18 বছর না হলে পরীক্ষায় বসা যায়না এবং কোন পদের জন্যে তুমি পরীক্ষায় বসবে তার উপর নির্ভর করে Maximum বয়স।


Leave a Comment