একজন মধ্যবিত্ত শিক্ষার্থীর কাছে পড়াশোনা করার জন্যে একটি scholarship খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই পোস্টে আমি তোমাদের জন্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ|Swami Vivekananda Scholarship এর ব্যাপারে সম্পুর্ন বিবরণ আলোচনা করেছি।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি?
পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী দের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তি প্রদানের এই স্কিমটি চালু করেছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ স্কিমটি 2016 সালে পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে কভার করার পাশাপাশি বৃত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা যায়।
Basic Details | |
---|---|
Scholarship Name: | Swami Vivekananda Merit Cum Means Scholarship |
Authority: | The Government Of West Bengal |
Govt./Private: | Govt. Scholarship |
Applicable Class/Classes : | HS(উচ্চমাধ্যমিক) – Research Level |
Scholarship Amount: | প্রতি লেভেলে আলাদা আলাদা Amount. (1000 – 5000) |
Upper Ceiling Of Family Income: | 250000/- |
Application Start: | 12.07.2023 |
Application Close: | 15.01.2024 |
Exam For Scholarship: | No Exam |
Scholarship Allocation Time: | Around June |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা পায়? | Who All Can Apply for Swami Vivekananda Scholarship?
এই স্কিমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়মিত মোডে মানে তোমরা যারা Regular এ পড়াশুনা করছো এবং বিজ্ঞান/কলা/বাণিজ্য, প্রকৌশল, মেডিকেল এবং কারিগরি/পেশাগত কোর্সে স্নাতক স্তরে অধ্যয়নরত ছাত্রদের উপকার করে। স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা বিজ্ঞান/কলা/বাণিজ্য ও কারিগরি/ব্যবস্থাপনা যারা পড়ছো তারাও এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ|Swami Vivekananda Scholarship এর জন্যে যোগ্য।
উপরে উল্লিখিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্যে আবেদনের ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ point হলো শিক্ষার্থীর পারিবারিক আয়।
- এই স্কলারশিপের জন্যে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর পারিবারিক আয় বছরে 250000/-(আড়াই লাখ) এর নীচে হতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে কি যোগ্যতা লাগে? | Which Students are Eligible for Swami Vivekananda scholarship?
যেহেতু এই স্কলারশিপটি উচ্চমাধ্যমিক থেকে Research Level পর্যন্ত দেওয়া হয় সেহেতু, প্রতি ক্ষেত্রে তার যোগ্যতা আলাদা আলাদা ভাবে বিচার করা হয়ে থাকে। যার সমস্ত বিবরন নিম্নে দেওয়া হলো-
সমস্ত ক্ষেত্রে বাৎসরিক পারিবারিক আয় 250000/-(আড়াই লাখ) এর নীচে হতে হবে। |
Eligibility Of Swami Vivekananda scholarship For HS Students:
- উচ্চ-মাধ্যমিকের ক্ষেত্রে-
তোমরা মাধ্যমিক পাশ করার পর এই স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবে। এর জন্যে তোমাদের মাধ্যমিকে minimum 60% নাম্বার থাকতে হবে।
যেখানে এই নাম্বার তোমার additional subject এর নাম্বার বাদ দিয়ে 60% নাম্বার থাকতে হবে।
আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে- WBBSE অর্থাৎ West Bengal Board Of Secondary Education এর বাইরের বোর্ডের শিক্ষার্থীরা এই স্কলারশিপ উচ্চমাধ্যমিক ক্ষেত্রে Apply করতে পারবেনা।
Eligibility Of Swami Vivekananda scholarship For Diploma Students:
- Diplima কোর্সের ক্ষেত্রেঃ
Diploma কোর্স অর্থাৎ মাধ্যমিকের পরে HS Level এর নিম্নলিখিত কোর্সগুলি করার জন্যে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে-
- Polytechnic Courses
- Diploma in-
- Pharmecy
- Modern Office Practice & Management
- 3-D Animations & Graphics Of 2 Year Duration
- After passing-out H.S./ equivalent Examination or ITI 2 years for 2nd year Diploma (Polytechnic) courses on lateral entry basis
এক্ষেত্রেও তোমাদের মাধ্যমিকে Minimum 60% Mark থাকতে হবে।
এই সমস্ত Diploma কোর্সের জন্যে তোমাদের মনে রাখতে হবে-
The Diploma (Polytechnic) courses of the State have to be approved by All India Council for Technical Education (AICTE) / Pharmacy Council of India (PCI) / Council of Architecture (CoA) and affiliated to West Bengal State Council of Technical & Vocational Education & Skill Development (WBSCT&VE&SD), a Statutory Body under the Department of Technical Education, Training & Skill Development, Government of West Bengal. |
Eligibility Of Swami Vivekananda scholarship For UG[Under Graduate] Students:
তুমি যখন উচ্চমাধ্যমিক পাশ করে কোনো Subject এ Gradutation এর জন্যে ভর্তি হবে তখন এই UG Level এ তুমি Apply করতে পারবে। Apply করার জন্যে তোমাকে নিম্নলিখিত শর্ত গুলি পূরণ করতে হবে-
- Under Graduate এর ক্ষেত্রে তোমার উচ্চমাধ্যমিকে তোমাকে 60% নাম্বার পেতে হবে।
- W.B.C.H.S.E/Madrasha Siksha Parishad এই বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- UG (Arts), UG (Commerce), UG (Science) এই সমস্ত বিষয়ে অনার্স থাকতে হবে।
Eligibility Of Swami Vivekananda scholarship For PG[Post Graduate] Students:
তুমি যখন স্নাতক|Gradutation পাশ করে স্নাতকোত্তর|Post Gradutation এর জন্যে ভর্তি হবে তখন এই PG Level এ তুমি Apply করতে পারবে। Apply করার জন্যে তোমাকে নিম্নলিখিত শর্ত গুলি পূরণ করতে হবে-
- তোমাকে অবশ্যই Gradutation পাশ করতে হবে।
- তোমার অনার্স Subject এ Minimum 53% নাম্বার থাকতে হবে।
- যারা তোমরা কন্যাশ্রী | Kanyashree পাও তাদের জন্যে 45% নাম্বার থাকতে হবে।
Note:- The marks obtained in Honours subject will be the only deciding criterion academically for award of the PG-level scholarships.
Swami Vivekananda Scholarship Amount: | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?
এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ HS থেকে Research Level পর্যন্ত প্রতি ক্ষেত্রে একটি নির্দিষ্ট Amount প্রতি মাস হিসাবে শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে-
Swami Vivekananda Scholarship Amount For HS Students-
Course | Scholarship Amount |
---|---|
উচ্চমাধ্যমিক/HS | 1000/- per month |
Swami Vivekananda Scholarship Amount For D.El.Ed Students-
Course | Scholarship Amount |
---|---|
D.El.Ed | 1000/- per month |
Swami Vivekananda Scholarship Amount For Diploma Students-
Course | Scholarship Amount |
---|---|
Diploma | 1500/- per month |
Swami Vivekananda Scholarship Amount For UG[Under Graduate] Students-
Course | Scholarship Amount |
---|---|
UG (Arts) | 1000/- per month |
UG(Commerce) | |
UG (Ssience) | 1000/- per month |
UG (Other Professional Courses, UGC Approved) |
Swami Vivekananda Scholarship Amount For PG[Post Graduate] Students-
Course | Scholarship Amount |
---|---|
PG (Arts) | 2000/- per month |
PG(Commerce) | |
PG (Science) | 2500/- per month |
PG (Other Professional Courses, UGC Approved) |
Swami Vivekananda Scholarship Amount For NON NET M.PHIL./NON NET Ph.D. Students-
Course | Scholarship Amount |
---|---|
Non Net M.Phil./Non Net Ph.D. | 5000/- & 8000/- per month Respectively |
Swami Vivekananda Scholarship Amount For Engineering Students-
Course | Scholarship Amount |
---|---|
UG (Engg), PG (Engg.) And Other Professional Courses (AICTE Approved) | 5000/- per month |
Required Document to Apply For Swami Vivekananda Scholarship(Fresh) | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে নতুনদের কি কি ডকুমেন্ট লাগে?
প্রথমে তোমাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ|Swami Vivekananda Scholarship এর ফর্ম টি সম্পূর্ণ online এ ফর্ম পূরণ করতে হবে। তারপর তোমাকে তোমার যাবতীয় ডকুমেন্ট ওখানে আপলোড করতে হবে।
চিন্তার কোনো কারণ নেই! কিভাবে তুমি এই ফর্ম নিশ্চিন্তে নিজে নিজে পূরণ করতে পারবে তা খুব সহজভাবে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা একবার দেখে নিবে এবং সেই মতো follow করলে তোমরা নিখুঁত ভাবে Aplly করতে পারবে।
Online এ Apply করার আগে যে যে ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে তা হল-
- মাধ্যমিক পরীক্ষার মার্কশীট এর উভয়দিক
- Board/Council/University/College এর শেষ পরীক্ষার মার্কশীট এর উভয়দিক।
- ভর্তির রশিদ
- Income Certificate
- বাসিন্দা Certfificate এর জন্যে নিম্নলিখিত যেকোনো একটির Scanned Copy-
- Aadhar ID
- Voter ID
- Ration Card
- Certificate Issued by concerned authority
- ব্যাঙ্ক এর পাসবই এর Scanned Copy যেটাতে থাকবে-
- 1st Page
- Account Number
- IFSC Code
- Scanned Passport Size Photo যেটি JPG/JPEG ফরম্যাট এ হতে হবে এবং ফটোর সাইজ 20Kb – 50Kb এর মধ্যে হতে হবে।
- Scanned Signature যেটি JPG/JPEG ফরম্যাট এ হতে হবে এবং সাইজ 10Kb – 20Kb এর মধ্যে হতে হবে।
- যদি তোমার কোনো Year Gap থাকে তাহলে তোমার Institution Head এর কাছ থেকে একটি Declaration regarding the cause of Year Gap লাগবে।
Required Document to Apply For Swami Vivekananda Scholarship(Renewal) | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পুরাতনদের কি কি ডকুমেন্ট লাগে?
তোমরা যারা গতবার এই স্কলারশিপের জন্যে আবেদন করেছো তাদের আবার Renewal এর ক্ষেত্রে নিম্নলিখিত Document গুলি লাগবে-
- শেষ পরীক্ষার মার্কশীট এর উভয়দিক।
- পরের ক্লাসের ভর্তির বা মাসের বেতনের রশিদ।
How To Apply Swami Vivekananda Scholarship 2023-2024 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে Apply করবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্যে আবেদন পত্রের সম্পূর্ণ প্রক্রিয়া Online এর মাধ্যমে করতে হবে। এর জন্যে আমি তোমাদের সুবিধার্থে কিভাবে তোমরা ফর্ম পূরণ করবে এবং কি কি প্রসেসে গেলে ফর্ম সাবমিট করতে কোনো অসুবিধা হবেনা, তা আমি বিস্তারিত আলোচনা করেছি। সেটা তোমরা দেখে সেইমতো ফর্ম পূরণ করবে।
Swami Vivekananda Scholarship 2023-2024 Last Date | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-2024 লাস্ট ডেট কবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-2024 এর লাস্ট ডেট 15/01/2024 পর্যন্ত করা হয়েছে।
Official Source | Click Here |
কিছু প্রশ্নের উত্তর যা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ | Swami Vivekananda Scholarship সম্পর্কে তোমাদের অনেক Doubt Clear হবে-
ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞেস করে সচারচর যেসব প্রশ্ন আমি পেয়েছি তার উত্তর আমি নীচে আলোচনা করেছি-
Is Swami Vivekananda scholarship 2023 started?
Yes, It starts from 12.07.2023
Can I apply Oasis and Svmcm both?
No, at a same time you can apply for one Govt. scholarship.
Can a Minority Apply for Svmcm?
Yes, a minority can apply for SVMCM
Is Svmcm Only for West Bengal Students?
Swami Vivekananda Scholarship is only for those who study in West Bengal in the Govt. School/College/University.
What Percentage is Required for SVMCM Scholarship?
60%
How much Money is Given in Vivekananda Scholarship?|স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?
For HS – 1000/month
For D.El.Ed – 1000/month
For UG(Arts/Commerce) – 1000/month
For UG(Science) – 1500/month
For PG(Arts/Commerce) – 2000/month
For PG(Science) – 2500/month
What is The Full Form of Svmcm?
Full form of SVMCM is Swami Vivekananda Merit Cum Means
What is The Minimum Marks for SVMCM?
60%
What is The Annual Income For SVMCM?
Candidates whose family income is not more than Rs. 2,50,000/- per annum will be judged according to their academic merit in the under noted manner.
What is the Scholarship Amount for Class 10 Svmcm?
You can apply for SVMCM Scholarship after completing class 10.
Swami Vivekananda Scholarship Helpline Number
18001028014
How do I contact Svmcm?
You Can Call – 18001028014