কষে দেখি 15.2 Class 9 ।ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কষে দেখি |Koshe Dekhi 15.2 Class 9 WBBSE.

শ্রেণী-নবম ; অধ্যায় -ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল ; কষে দেখি 15.2


কষে দেখি 15.2 Class 9 এর সূচিপত্র:-

Table of Contents

কষে দেখি 15.2 Class 9 এর অংকের সমাধান গুলি ভালোভাবে বোঝার জন্যে কিছু উপদেশঃ

এই কষে দেখি 15.2 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ | WBBSE এর অন্তর্গত Class 9|নবম শ্রেণীর গণিত বই এর 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এর দ্বিতীয় অনুশীলনী।

এই কষে দেখি 15.2 Class 9 এর অংকগুলি বোঝার জন্যে আমাদের এখানে জানতে হবে একটি ত্রিভুজ (সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু) এর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়!

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রঃ

একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রঃ \(\frac{\sqrt3}{4}\) a2 বর্গ একক ।

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রঃ

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সুত্র নিম্নরূপঃ

somdbibahu trivujer khetrofol 1

হেরনের সূত্র/ব্রহ্মগুপ্তের সূত্রঃ

একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিম্নরূপঃ

bishomobahu trivujer khetrofol

আগামিতে এই কষে দেখি 15.2 Class 9 এর অংক গুলির সমাধানের প্রয়োজন হলে কি করবে?

আগামিতে আবার এই কষে দেওয়া অংকের প্রয়োজন হলে কি করবে?
কষে দেখি 15.2 Class 9 এর এই কষে দেওয়া অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
কষে দেখি 15.2 Class 9
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।

Request For Search 7

কষে দেখি 15.2

কষে দেখি 15.2| Koshe Dekhi 15.2

1. নীচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি-

1 8

সমাধানঃ-

1.i 3

এটি একটি সমবাহু ত্রিভুজ।

ক্ষেত্রফল

= \(\frac{\sqrt3}{4}\) ×10×10

= 25√3 বর্গ সেমি.

1.ii 1

এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

ক্ষেত্রফল

= ½ × 8 × \(\sqrt{10^2 – 4^2}\)

= 4 × \(\sqrt{100-16}\)

= 4 × \(\sqrt{84}\)

= 4 × 2\(\sqrt{21}\)

= 8\(\sqrt{21}\) বর্গ সেমি.

1.iii

এটি একটি ট্রাপিজিয়াম।

ক্ষেত্রফল

= ½ × 3 × (4+5)

= \(\frac{27}{2}\)

= 13.5 বর্গ সেমি.

1.iv

এটি একটি ট্রাপিজিয়াম।

ক্ষেত্রফল

= ½ × 9 × (15+40)

= \(\frac{9 \times 55}{2}\)

= \(\frac{495}{2}\)

= 247.5 বর্গ সেমি.

1.v

ABCD আয়তক্ষেত্রের,

= 422 – 382

AD2
= 422 – 382
= 1764 – 1444
= 320 = 64×5
∴ AD2 = 64×5
⇒ AD = 8 √5

ক্ষেত্রফল

= 2×½ × 38 × 8 √5

= 304√5 বর্গ সেমি.

2. কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি. হলে, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি,

সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য =a সেমি.

∴ 3a = 48
বা, a = 16
ক্ষেত্রফল
= \(\frac{\sqrt3}{4}\)× (16)2
= 64√3 বর্গ সেমি.

3. ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি. হলে, ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি,

সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য =a সেমি.

∴\(\frac{\sqrt3}{2}\)a = 5√3
বা, a = 10
পরিসীমা
= 3×10
= 30 সেমি.
ক্ষেত্রফল
= \(\frac{\sqrt3}{4}\) × (10)2
= 25√3 বর্গ সেমি.

4. ▲ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি. এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি, হলে, ▲ABC-এর ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

somdbibahu trivujer khetrofol 1
= ½ × 4 × \(\sqrt{(10)^2 – 2^2}\)
= 2 × \(\sqrt{100 – 4}\)
= 2 \(\sqrt{96}\)
= 8√6 বর্গ সেমি.

5. যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

somdbibahu trivujer khetrofol 1
= ½ × 12 × \(\sqrt{10^2 – 6^2}\)
= 6 × \(\sqrt{100 – 36}\)
= 6\(\sqrt{64}\)
= 48 বর্গ সেমি.

6. কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি. এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের \(\frac{5}{6}\) অংশ: ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি,

সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য = \(a\) সেমি.

সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের \(\frac{5}{6}\) অংশ

অতএব,

সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য = \(\frac{5a}{6}\)

∴ \(\frac{5a}{6} + \frac{5a}{6} + a\) = 544
বা, \(\frac{5a+5a+6a}{6}\) = 544
বা, 16a = 544 × 6
বা, a = \(\frac{544 \times 6}{16}\)
বা, a = 204

অতএব, সমদ্বিবাহু ত্রিভুজটির,

ভূমির দৈর্ঘ্য= 204 সেমি.
সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য= \(\frac{5}{6}\)×204
= 170 সেমি.
somdbibahu trivujer khetrofol 1
= ½ × 204 × \(\sqrt{(170)^2 – (102)^2}\)
= 102 × \(\sqrt{28900 – 10404}\)
= 102\(\sqrt{18496}\)
= 102×136
= 13872 বর্গ সেমি.

7. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি, ▲ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি.

7 3

এবং ধরি, AB = BC = x সেমি.

পিথাগোরাসের উপপাদ্য
∴ (12√2)2 = x2 + x2
বা, 2x2 = 12×12×2
বা, x2 = 12×12
বা, x = 12

এখন

ত্রিভুজের ক্ষেত্রফল
= ½ × 12 × 12
= 6 × 12
= 72 বর্গ সেমি.

8. পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি. ও 8 সেমি. এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90°: সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি।

সমাধানঃ-

ধরি, পৃথা ABCD একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয় AC ও BD এর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি. ও 8 সেমি. এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90°

8 2

অর্থাৎ,

AOD = 90°
DOC = 90°
BOC = 90°
AOB = 90°

এবং

AO = OC = 3 সেমি.
BO = OD= 4 সেমি.

সমকোণী ▲AOD এর

পিথাগোরাসের উপপাদ্য
∴ AD2 = AO2 + OD2
বা, AD2 = 32 + 42
বা, AD2 = 25
বা, AD = 5

একই ভাবে সমকোণী ▲DOC থেকে পাই DC=5

সুতরাং ABCD সামান্তরিকটি একটি রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য = 5 সেমি.


9. আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4; পার্কটির পরিসীমা 216 মিটার।

(i) হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি।

(ii) পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি।

সমাধানঃ-

পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4

ধরি, বাহুগুলির দৈর্ঘ্য 2x মিটার, 3x মিটার, 4x মিটার

∴ 2x + 3x + 4x = 216
বা, 9x = 216
বা, x = \(\frac{216}{9}\)
বা, x = 24

অতএব, বাহুগুলির দৈর্ঘ্য 48 মিটার, 72 মিটার, 96 মিটার

অর্ধ পরিসীমা s
s = 216/2 = 108
আমরা জানি,
bishomobahu trivujer khetrofol 1st
bishomobahu trivujer khetrofol 2
∴ ক্ষেত্রফল
= \(\sqrt{108(108 – 48)(108 – 72)(108 – 96)}\)
= \(\sqrt{108×60×36×12}\)
= 432\(\sqrt{15}\)

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল=432\(\sqrt{15}\) বর্গ মিটার.

ধরি, পার্কটির বৃহত্তম বাহু যার দৈর্ঘ্য = 96 মিটার তার বিপরীত কৌণিক বিন্দু থেকে এই বাহুতে সোজাসুজি যেতে x মিটার পথ হাঁটতে হবে , যেটি ওই ত্রিভুজের উচ্চতা।

সুতরাং ,

½ × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, \(\frac{96x}{2}\) = 432\(\sqrt{15}\)
বা, x = 9\(\sqrt{15}\)

∴ 9\(\sqrt{15}\) মিটার পথ হাটতে হবে।


10. পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনদিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার।

(i) প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি।

সমাধানঃ-

অতএব, বাহুগুলির দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার, 30 মিটার

অর্ধ পরিসীমা s
s = \(\frac{26+28+30}{2}\) = 42
আমরা জানি,
bishomobahu trivujer khetrofol 1st
bishomobahu trivujer khetrofol 2
∴ ক্ষেত্রফল
= \(\sqrt{42(42 – 26)(42 – 28)(42 – 30)}\)
= \(\sqrt{42×16×14×12}\)
= 432\(\sqrt{15}\)
= 336 বর্গ মিটার.

প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে 336 বর্গ মিটার. ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট খরচ হবে

= 336×5 = 1680 টাকা

(ii) ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি।

সমাধানঃ-

ত্রিভুজটির পরিসীমা = 84 মিটার।

ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধারে জায়গা থাকে (84 – 5) = 79 মিটার

অতএব, 79 মিটার চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট খরচ হবে

= 79×18 = 1422 টাকা


11. শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থঃ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি., 12 সেমি. ও ৪ সেমি.। হিসাব করে ▲PQR-এর ক্ষেত্রফল লিখি।

সমাধানঃ-

শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে

11 3

আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থঃ বিন্দু O থেকে ত্রিভুজের বাহুগুলি QR, PR ও PQ এর উপর তিনটি লম্ব যথাক্রমে OA, OB ও OC

11.i

অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি., 12 সেমি. ও 8 সেমি.

আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল

= \(\frac{\sqrt3}{4}\)×(PR)2

11.ii

এখন ▲PQR এর ক্ষেত্রফল

= ▲POR + ▲QOR + ▲POQ
= ½×PR×OB+½×QR×OA+½×PQ×OC
= ½×PR×OB+½×PR×OA+½×PR×OC
= ½×PR (OB + OA + OC)
= ½×PR (12 + 10 + 8)
= ½×PR × 30 = 15×PR

অতএব,

\(\frac{\sqrt3}{4}\)×(PR)2 = 15×PR
বা, PR = \(\frac{4 \times 15}{\sqrt3}\) = 20√3

▲PQR এর ক্ষেত্রফল

= 15×20√3 = 300√3 বর্গ সেমি.


12. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

12 6

▲PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার PQ=PR = 20 সেমি. এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ QPR=45°

12.i

Q বিন্দু থেকে PR বাহুর উপর লম্ব যা PR বাহুকে A বিন্দুতে ছেদ করেছে।

12.ii

▲APQ এর

AQP + QPA + PAQ = 180°
বা, AQP + 45° + 90° = 180°
বা, AQP = 180° – 90° – 45°
বা, AQP = 45°

অতএব ▲APQ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার AP=AQ=x(ধরি)

x2 + x2 = 202

বা, 2x2 = 400

বা, x = 10√2

▲PQR এর ক্ষেত্রফল

= ½×ভূমি×উচ্চতা

= ½×PR×AQ

= \(\frac{1}{2}\)×20×10√2

= 100√2 বর্গ সেমি.


13. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

▲ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30°

B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব অঙ্কন করলাম এবং D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এমনভাবে যাতে BE=ED হয়।

▲AEB ও ▲AED এর মধ্যে,
BE = ED
[অঙ্কন]
BEA = AED = 90°
AE সাধারণ বাহু
▲AEB ≅ ▲AED
BAE = EAD
[সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন ]
———–(i)
এবং
ABE = ADE
[সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন ]
———–(ii)
এবং
AB=AD
[সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ]
————–(iii)

এখন ▲AEB এর

BAE + AEB + ABE = 180°
বা, 30° + 90° + ABE = 180°
বা, ∠ABE = 60°

(ii) নং থেকে পাই ABE = ADE = 60°

সুতরাং ▲ABD একটি সমবাহু ত্রিভুজ যার

AB = BD = AD

∴ BE = ½BD=½AB = 10 সেমি.

এখন ▲ABC এর ক্ষেত্রফল

= ½ × AC × BE

= ½×20×10

= 100 বর্গ সেমি.


14. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা (√2 + 1 ) সেমি. হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

▲ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার AB=BC এবং ABC = 90°

14 2

ধরি, AB = BC = x সেমি. এবং AC = y সেমি.

পিথাগোরাসের উপপাদ্য
∴ y2 = x2 + x2
বা, y2 = 2x2
বা, y = x√2

আবার, পরিসীমা = (√2 + 1) সেমি.

∴ x + x + y = √2 + 1
বা, 2x + x√2 = √2 + 1 [ y = x√2 বসিয়ে পেলাম ]
বা, x√2(√2 + 1) = √2 + 1
বা, x√2 = 1
বা, x = \(\frac{1}{\sqrt2}\)

অতএব, y = x√2 = √2× \(\frac{1}{\sqrt2}\)1 = 1 সেমি.

ত্রিভুজের ক্ষেত্রফল

= ½ × BC × AB

= ½ × \(\frac{1}{\sqrt2}\) × \(\frac{1}{\sqrt2}\)

= ¼ = 0.25 বর্গ সেমি.


15. মারিয়া ঘন্টায় 18 কিমি. বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এল। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। (√3 = 1.732)

সমাধানঃ-

মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি
মারিয়া 10 মিনিটে যায় = \(\frac{18 \times 10}{60}\) = 3 কিমি.

অতএব, সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3 কিমি.

⇒ একটি বাহুর দৈর্ঘ্য = 1 কিমি. = 1000 মি.

সমবাহু ত্রিভুজের উচ্চতা

= \(\frac{\sqrt3}{2}\)×1000

= \(\frac{1.732 \times 1000}{2}\)

= \(\frac{1732}{2}\) মি.

মারিয়া 18000 মিটার যায় 60 মিনিটে
মারিয়া \(\frac{1732}{2}\) মিটার যায়
= \(\frac{60 \times 1732}{18000 \times 2}\)
= 2.886
≈ 2.89 মিনিটে


16. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = a মিটার.

বাহুর দৈর্ঘ্য
(মিটার.)
ক্ষেত্রফল
(বর্গ মিটার.)
a\(\frac{\sqrt3}{4}\) × a2
a + 1\(\frac{\sqrt3}{4}\) × (a+1)2

শর্তে,

\(\frac{\sqrt3}{4}\) × (a+1)2\(\frac{\sqrt3}{4}\) × a2= √3
বা, ¼ {(a+1)2 – a2} = 1
বা, a2 + 2a + 1 – a2 = 4
বা, 2a + 1 = 4
বা, a = \(\frac{4-1}{2}\) = \(\frac{3}{2}\) = 1.5

∴সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য=1.5 মিটার.


17. একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2; বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি. হলে, সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি।

সমাধানঃ-

q 17

18. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি. এবং 30 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমাধানঃ-

ধরি, অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x সেমি. ও y সেমি.

18 1

অতএব,

x + y + 13 = 30
বা, x + y = 17 ——-(i)
পিথাগোরাসের উপপাদ্য 1 1
x2 + y2 = 132
বা, (x + y)2 – 2xy = 169
বা, 2xy = 172 – 169
বা, 2xy = 289 – 169
বা, xy = \(\frac{120}{2}\)
বা, xy = 60
বা, \(\frac{1}{2}\)xy = 30
∴ ত্রিভুজ টির ক্ষেত্রফল = 30 বর্গ সেমি.

19. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি.। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি (3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান)

সমাধানঃ-

সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য

= \(\sqrt{12^2 + 5^2}\)

= \(\sqrt{144+25}\)

=\(\sqrt{169}\)

= 13 সেমি.

19

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল

= ½ × 12 × 5

= 30 বর্গ সেমি.

ধরি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য = a সেমি.

এখন অতিভুজকে ভূমি হিসাবে ধরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল

= ½ × 13 × a = \(\frac{13a}{2}\) বর্গ সেমি.

শর্তে,

\(\frac{13a}{2}\) = 30
বা, a = \(\frac{60}{13}\)
বা, a = 4.615 সেমি.

20. 3 সেমি., 4সেমি. ও 5 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকারক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকারক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি।

সমাধানঃ-

20 3

3 সেমি., 4সেমি. ও 5 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ▲ABC একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকারক্ষেত্র BEDF কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু D ত্রিভুজটির অতিভুজ AC এর উপর অবস্থিত।

ধরি, বর্গাকারক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = a সেমি.

20.1
▲ABC = ▲BDC + ▲ABD
বা, ½×BC×AB = ½×BC×DE + ½×AB×FD
বা, ½×4×3 = ½×4×a + ½×3×a
বা, 12 = 4a + 3a
বা, 7a = 12
বা, a = \(\frac{12}{7}\)

বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q.):

(i) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি. হলে, ত্রিভুজটির উচ্চতার পরিমাপ

উত্তরঃ- (d) 2√3 সেমি.


(ii) একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক। ত্রিভুজটির পরিসীমা

উত্তরঃ- (b) (2+ √2) a একক

সমাধানঃ-

অতিভুজের দৈর্ঘ্য

= \(\sqrt{a^2 + a^2}\) = a√2 একক

পরিসীমা

= a + a + a√2

= 2a + a√2

= a(2 + √2) একক


(iii) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে, \(\frac{2a}{sh}\) এর মান

উত্তরঃ- (c) \(\frac{1}{3}\)

সমাধানঃ-

ধরি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = x একক

a = \(\frac{\sqrt3}{4}\)x2
s = 3x
h = \(\frac{\sqrt3}{2}\)x
21.iii 1

(iv) একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল

উত্তরঃ- (b) 12 বর্গ সেমি.

সমাধানঃ-

somdbibahu trivujer khetrofol 2

(v) ABC ত্রিভুজের AC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD:DC=3:2; ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গসেমি. হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল

উত্তরঃ- (a) 16 বর্গ সেমি.

সমাধানঃ-

AD:DC = 3:2

বা, AD = \(\frac{3}{2}\)DC

AC = AD + DC
বা, AC = \(\frac{3}{2}\)DC + DC
বা, AC = \(\frac{5}{2}\)DC
বা, DC = \(\frac{2}{5}\)AC ——–(i)

AC বাহুকে ভূমি ধরলে ▲ABC ও ▲BDC এর উচ্চতা একই হবে। ধরি, ওই উচ্চতা = a সেমি.

এখন AC বাহুকে ভূমি ধরে ▲ABC এর ক্ষেত্রফল

= ½×AC×a বর্গ সেমি।

অতএব, ½×AC×a = 40

বা, AC×a = 80 ——(ii)

এখন ▲BDC এর ক্ষেত্রফল

= ½×DC×a

= ½×\(\frac{2}{5}\)AC ×a

= AC×\(\frac{a}{5}\)

= \(\frac{80}{5}\) [(ii) নং থেকে মান বসিয়ে পাই ]

= 16 বর্গ সেমি।


(vi) একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি., 7 সেমি. ও 5 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল

উত্তরঃ- (c) 20\(\sqrt{14}\) বর্গ সেমি.

সমাধানঃ-

s – a = 8
s – b = 7
s – c = 5
s – a + s – b + s – c = 8 + 7 + 5
বা, 3s – (a + b + c) = 20
বা, s = 20

ক্ষেত্রফল

= \(\sqrt{20×8×7×5} = 20\sqrt{14}\) বর্গ সেমি.


21. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন:

(i) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধানঃ-

ধরি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a একক

\(\frac{\sqrt3}{4}\)a2 = \(\frac{\sqrt3}{2}\)a
বা, a = 2

(ii) একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়?

সমাধানঃ-

একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক, b একক ও c একক

প্রথম ক্ষেত্রেদ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ করার পর
s = \(\frac{a+b+c}{2}\)s’ = \(\frac{2a+2b+2c}{2}\)
= a + b+ c = 2s
s-as’-2a = 2s-2a = 2(s-a)
s-bs’-2b = 2s-2b = 2(s-b)
s-cs’-2c = 2s-2c = 2(s-c)

যেখানে s = প্রথম ক্ষেত্রের অর্ধপরিসীমা এবং

s’ = দ্বিতীয় ক্ষেত্রের অর্ধপরিসীমা।

এখন,

ক্ষেত্রফল
প্রথম ক্ষেত্রে\(\sqrt{s(s-a)(s-b)(s-c)}\)
=∆(ধরি)
দ্বিতীয় ক্ষেত্রে\(\sqrt{s'(s’-2a)(s’-2b)(s’-2c)}\)
=\(\sqrt{2s×2(s-a)×2(s-b)×2(s-c)}\)
= 4\(\sqrt{s(s-a)(s-b)(s-c)}\)
= 4∆
ক্ষেত্রফলের বৃদ্ধি = 4∆ – ∆ = 3∆
শতকরা বৃদ্ধি = \(\frac{3∆ \times 100}{∆}\) = 300 বর্গ একক

(iii) একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়?

সমাধানঃ-

একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক, b একক ও c একক

প্রথম ক্ষেত্রেদ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য তিনগুন করার পর
s =\(\frac{a+b+c}{2}\) s’ = \(\frac{3a+3b+3c}{2}\)
= a + b+ c = 3s
s-as’-3a = 3s-3a = 3(s-a)
s-bs’-3b = 3s-3b = 3(s-b)
s-cs’-3c = 3s-3c = 3(s-c)

যেখানে s = প্রথম ক্ষেত্রের অর্ধপরিসীমা এবং

s’ = দ্বিতীয় ক্ষেত্রের অর্ধপরিসীমা।

এখন,

ক্ষেত্রফল
প্রথম ক্ষেত্রে\(\sqrt{s(s-a)(s-b)(s-c)}\)
=∆(ধরি)
দ্বিতীয় ক্ষেত্রে\(\sqrt{s'(s’-3a)(s’-3b)(s’-3c)}\)
=\(\sqrt{3s×3(s-a)×3(s-b)×3(s-c)}\)
= 9\(\sqrt{s(s-a)(s-b)(s-c)}\)
= 9∆
ক্ষেত্রফলের বৃদ্ধি = 9∆ – ∆ = 8∆
শতকরা বৃদ্ধি = \(\frac{8∆×100}{∆}\) = 800 বর্গ একক

(iv) একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য (x-2) সেমি. x সেমি. এবং (x+2) সেমি.। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধানঃ-

পিথাগোরাসের উপপাদ্য 1 2
x2 + (x – 2)2 = (x + 2)2
বা, x2 + x2 – 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 – 4x – 4x = 0
বা, x2 – 8x = 0
বা, x(x – 8) = 0
বা, x = 0 নতুবা, x = 8
এখানে x = 8

অতিভুজ = 8 + 2 = 10 সেমি.


(v) একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ?

সমাধানঃ-

ধরি, সমবাহু ত্রিভুজের বাহু = a একক

সমবাহু ত্রিভুজের উচ্চতা

= \(\frac{\sqrt3}{2}\)a = বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য

22.v 1

ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায়ের বাকি কষে দেখিঃ-

WB Class 9 এর গণিত প্রকাশের সমস্ত অধ্যায়ের সমাধান-
অধ্যায়সমাধান
1. বাস্তব সংখ্যা (Real Numbers)কষে দেখি 1.1
কষে দেখি 1.2
কষে দেখি 1.3
2. সূচকের নিয়মাবলি (Laws of Indices)
কষে দেখি 2
3. লেখচিত্র (Graph)কষে দেখি 3.1
কষে দেখি 3.2
4. স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয় (Co-ordinate Geometry: Distance Formula)
কষে দেখি 4
5. রৈখিক সহ সমীকরণ (দুই চল বিশিষ্ট) (Linear Simultaneous Equations)কষে দেখি 5.1
কষে দেখি 5.2
কষে দেখি 5.3
কষে দেখি 5.4
কষে দেখি 5.5
কষে দেখি 5.6
কষে দেখি 5.7
6. সামান্তরিকের ধর্ম (Properties of Parallelogram)
কষে দেখি 6
7. বহুপদী সংখ্যামালা (Polynomial)কষে দেখি 7.1
কষে দেখি 7.2
কষে দেখি 7.3
কষে দেখি 7.4
8. উৎপাদকে বিশ্লেষণ (Factorisation)কষে দেখি 8.1
কষে দেখি 8.2
কষে দেখি 8.3
কষে দেখি 8.4
কষে দেখি 8.5
9. ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য (Transversal & Mid-Point Theorem).
কষে দেখি 9
10. লাভ ও ক্ষতি (Profit and Loss)কষে দেখি 10.1
কষে দেখি 10.2
11. রাশিবিজ্ঞান (Statistics) কষে দেখি 11.1
কষে দেখি 11.2
12. ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য (Theorems on Area)
কষে দেখি 12
13. সম্পাদ্য : ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন
কষে দেখি 13

14. সম্পাদ্য : চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন
কষে দেখি 14
15. ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল (Area & Perimeter of Triangle & Quadrilateral)কষে দেখি 15.1
কষে দেখি 15.2
কষে দেখি 15.3
16. বৃত্তের পরিধি (Circumference of Circle)কষে দেখি 16
17. সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য (Theorems on concurrence)
কষে দেখি 17
18. বৃত্তের ক্ষেত্রফল (Area of Circle)
কষে দেখি 18
19. স্থানাঙ্ক জ্যামিতি: সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহিঃবিভক্ত (Co-ordinate Geometry: Internal and External Division of Straight-Line Segment)
কষে দেখি 19
20. স্থানাঙ্ক জ্যামিতি: ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল (Co-ordinate Geometry: Area of Triangular Region)
কষে দেখি 20
21. লগারিদম (Logarithm)
কষে দেখি 21
Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

এই কষে দেখি 15.2 Class 9|Koshe Dekhi 15.2 Class 9 এর সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে share করবে এবং wbstudyhub.in এই ওয়েবসাইট কে বুকমার্ক করে রাখবে যাতে যে কোনো অধ্যায়ের অংক আটকালে তোমরা তা এখানে এসে দেখে নিতে পারবে।

share

এখানে তোমরা তোমাদের নবম শ্রেণীতে| Class 9 এ কি কি পড়ানো হয়, মানে তোমাদের নবম শ্রেণী| Class 9 সিলেবাসে কি আছে তা জানার জন্যে তোমরা তোমাদের শ্রেণীর সিলেবাস এখানে দেখে নিতে পারবে ।



Leave a Comment