কষে দেখি 5.1 Class 8।ঘনফল নির্ণয় কষে দেখি 5.1 | Koshe Dekhi 5.1 Class 8 WBBSE

শ্রেণী-অষ্টম ; অধ্যায় – ঘনফল নির্ণয় ; কষে দেখি – 5.1



telegram logo

ঘনফল নির্ণয় অধ্যায় থেকে অধ্যায়ের সারাংশতে আমরা জেনেছি –

-> ঘনক কি ?

-> ঘনফল কাকে বলে?

-> ঘনকের আয়তনের সূত্র কী?/ঘনকের ঘনফলের সূত্র

-> পূর্ণঘনসংখ্যা কাকে বলে?

-> ঘনমূল কি?

-> কিছু সূত্র ।

যদি তোমরা অধ্যায়ের সারাংশ না দেখে থাকো তাহলে একবার দেখে নিও ।

odhyayer sarangs er image
ঘনফল নির্ণয়ের -এর অধ্যায়ের সারাংশ

Table of Contents

আমাদের শুধু অধ্যায়ের সারাংশ বুঝলেই হবেনা , তারসাথে আমি কতোটা শিখলাম , নিজে কতোটা বুঝলাম এবং নিজে নিজে কারোর সাহাজ্য ছাড়ায় কতোটা অংক সমাধান করতে পারবো তা ঘনফল নির্ণয় কষে দেখি 5.1 থেকে অংক করলে তবেই বুঝতে পারবো।

শুধু তায় নয়, অংক যতো সমাধান করা যাবে ( নিজে নিজে ) ততো নিজের প্রতি বিশ্বাস টা শক্ত হবে। এমনকি এই বিষয়ে নতুন অংক সামনে পেলে সেটা করতে সাহস পাবে ।

Practice 1

পাঠ ক্রম হল কয়েকটি বিষয়ের এবং পরিকল্পিত অভিজ্ঞতার শৃঙ্খলাবদ্ধ সমষ্টি।

কার্টার ভি গুড

এবার ঘনফল নির্ণয় কষে দেখি 5.1 Class 8 (Koshe Dekhi – 5.1 Class 8) আমরা শুরু করবো। । এখানে প্রতিটি অঙ্ক সুন্দর করে STEP BY STEP গুছিয়ে লেখা হয়েছে এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা সহজেই এই কষে দেখি 5.1 Class 8 এর প্রতিটি অঙ্ক বুঝতে পারো তারসাথে ভবিষ্যতে এরকম অংক পরীক্ষায় আসলে তা যেনো সহজেই করে উঠতে পারো।

আগে তোমরা নিজেরা অংক গুলি করবে, তারপর যেখানে আটকে যাবে এখান থেকে দেখে নেবে ।

এখানে করে দেওয়া অংক গুলি ভালো ভাবে বোঝার জন্যে নিম্নে কিছু নির্দেশিকা তোমাদের জন্যে থাকলোঃ

কিছু উপদেশঃ-

  • প্রথমত প্রতিটি অংক খুবই সহজ ভাবে করা হয়েছে

  • প্রতিটি অঙ্কে এক লাইন থেকে আর এক লাইন কি কারনে হলো সেটা বলা হয়েছে এবং সেটা আলাদা box এর মধ্যে লিখে দেখানো হয়েছে।
    • তারসাথে arrow চিহ্ন প্রয়োগ করেও দেখানো হয়েছে

  • প্রতিটি লাইনে কি সুত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করা হয়েছে সেটা আলাদা করে পাশে উল্লেখ করা হয়েছে।

  • প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা সমাধানের শেষে আলাদা ভাবে box এর মধ্যে লিখে দেওয়া হয়েছে

আগামিতে এই কষে দেখি 5.1 Class 8 এর অংক গুলির সমাধানের প্রয়োজন হলে কি করবে?

আগামিতে আবার এই কষে দেওয়া অংকের প্রয়োজন হলে কি করবে?
কষে দেখি 5.1 Class 8 এর এই কষে দেওয়া অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
কষে দেখি 5.1 Class 8
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।

Request For Search 2

কষে দেখি 5.1 | Koshe Dekhi 5.1

কষে দেখি 5.1
koshe dekhi 5.1

1. দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি . ও 1 সেমি. ।

1 1

কতগুলি 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে এই বড়ো ঘনক পাব   হিসাব করে লিখি ।

সমাধানঃ-

আমরা দেখছি এখানে যে বড়ো ঘনক টি তৈরি হবে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি.  , আর এই বড়ো ঘনক টি তৈরি হবে কিছু ছোটো ঘনক সজিয়ে, সেই ছোটো ঘনক গুলির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি ।

koshe dekhi 5.1 q1 solution

∴ 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট  বড়ো ঘনক তৈরি করতে ,

(5)3 = 125 টি 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক লাগবে।

2. সুমন্ত অনেকগুলি 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামী সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড়ো ঘনক তৈরির চেষ্টা করছে । হিসাব করে দেখি নীচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে  মনামী  বড়ো ঘনক তৈরি করতে পারবে ।

( i ) 100

সমাধানঃ-

100
= 2× 50
= 2×2×25
= 2×2×5×5 ≠ ( কোন পূর্ণসংখ্যা )3
∴ 100 সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবেনা।

( ii ) 1000

সমাধানঃ-

1000
= 2×500
= 2×2×250
= 2×2×2×125
= 2×2×2×5×25
= 2×2×2×5×5×5
= 23×53
= (2×5)3 = 103 = ( একটি পূর্ণসংখ্যা)3
∴ 1000 সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবে।

( iii ) 1331

সমাধানঃ-

1331
= 11×121
= 11×11×11
= 113 = (একটি পূর্ণসংখ্যা )3
∴ 1331  সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবে।

( iv ) 1210

সমাধানঃ-

1210
= 2×605
= 2×5×121
= 2×5×11×11≠ (কোন পূর্ণসংখ্যা)3
   
∴ 1210  সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবে না ।

( v ) 3375

সমাধানঃ-

3375
= 5×675
= 5×5×135
= 5×5×5×27
= 5×5×5×3×9
= 5×5×5×3×3×3
= 53 × 33
= (5×3)3 = 153 = ( একটি পূর্ণসংখ্যা)3
∴ 3375  সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবে।

( vi ) 2700

সমাধানঃ-

2700
= 27 × 100
= 3×3×3×10×10×10
= 33 × 103
= (30)3= ( একটি পূর্ণসংখ্যা)3
∴ 2700  সংখ্যক 1 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক দিয়ে মনামী বড়ো ঘনক তৈরি করতে পারবে।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

3.নীচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘনসংখ্যা নয় লিখি ।

(i) 216 

সমাধানঃ- 

216
= 2×108
= 2×2×54
= 2×2×2×27
= 2×2×2×3×9
= 2×2×2×3×3×3
= 23 × 33
= (2×3)3  = 63 = (একটি পূর্ণসংখ্যা)3
∴ 216 একটি পূর্ণঘনসংখ্যা ।

(ii) 343  

সমাধানঃ-

343
= 7×49
= 7×7×7
= 73= (একটি পূর্ণঘনসংখ্যা)3
∴ 343 একটি পূর্ণঘনসংখ্যা ।

(iii) 1024  

সমাধানঃ-

1024
=2×512
= 2×2×256
= 2×2×2×128
= 2×2×2×2×64
= 2×2×2×2×2×32
= 2×2×2×2×2×2×16
= 2×2×2×2×2×2×2×8
= 2×2×2×2×2×2×2×2×4
= 2×2×2×2×2×2×2×2×2×2
= (2×2×2)×(2×2×2)×(2×2×2)×2
= 23×23×23×2
= 83×2 ≠( কোন পূর্ণসংখ্যা)3
∴ 1024 একটি পূর্ণঘনসংখ্যা নয় ।

(iv) 324  

সমাধানঃ-

324
= 2×162
= 2×2× 81
= 2×2×3×27
= 2×2×3×3×9
= 2×2×3×3×3×3
= 22×33×3 ≠ (কোন পূর্ণসংখ্যা)3
∴ 324 একটি পূর্ণঘনসংখ্যা নয় ।

(v) 1744 

সমাধানঃ-

1744
=2×872
= 2×2×436
= 2×2×2×218
= 2×2×2×2×109
= 23×2×109= (একটি পূর্ণসংখ্যা)3
∴ 1744 একটি পূর্ণঘনসংখ্যা নয় ।

(vi) 1372

সমাধানঃ-

1372
= 2×686
= 2×2×343
= 2×2×7×49
= 2×2×7×7×7
= 22×73≠ (কোন পূর্ণসংখ্যা)3
∴ 1372 একটি পূর্ণঘনসংখ্যা নয়।

4. দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতা যথাক্রমে 4 সেমি., 3 সেমি., ও 3 সেমি.। হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে।

সমাধানঃ-

koshe dekhi 5.1 q4

∴ বড়ো ঘনক টির  প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে-

          ল.সা.গু ( 4,3,3) = 12 সেমি.

∴ বড়ো ঘনকটির আয়তন = 123=1728 ঘনসেমি

ছোটো আয়তঘন এর আয়তন = 4×3×3=36 ঘনসেমি

             ∴ বড়ো ঘনকটির মধ্যে ছোটো আয়তঘন এর সংখ্যা = 1728÷36 = 48 টি ।

∴ 48 টি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

5. নীচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি ।

(i) 675   

সমাধানঃ-

675
= 3×225
= 3 ×3 ×75
= 3×3 ×3 ×25
= 3 ×3 ×3 ×5 ×5
= 33 ×52 [ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আর একটি 5 থাকলে
সংখ্যা টি পূর্ণঘনসংখ্যা হয়ে  যাবে।
∴ 5 ×675
= 5 ×52 ×33
= 53 ×33
= (5 ×3)3 = 153= (একটি পূর্ণসংখ্যা)3
∴ 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।   

(ii)  200 

সমাধানঃ-

200
= 2 ×100
= 2 ×2 ×50
= 2 ×2 ×2 ×25
= 2 ×2 ×2 ×5 ×5 [ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আর একটি 5 থাকলে
সংখ্যা টি পূর্ণঘনসংখ্যা হয়ে  যাবে। ]
∴ 5 ×200
= 23 ×52 ×5
= 23 ×53
= (2 ×5)3 = 103= (একটি পূর্ণসংখ্যা )3
∴ 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।

(iii) 108  

সমাধানঃ-

108
= 3 ×36
= 3 ×3 ×12
= 3 ×3 ×3 ×4
= 3 ×3 ×3 ×2 ×2
= 33 ×22 [ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আর একটি 2 থাকলে
সংখ্যা টি পূর্ণঘনসংখ্যা হয়ে  যাবে। ]
∴ 2 ×108
= 33 ×22 ×2
= 33 ×23
= (3 ×2)3 = 63 = (একটি পূর্ণঘনসংখ্যা)3
2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।

(iv) 121 

  সমাধানঃ-

121
= 11 ×11
= 112 [ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আর একটি 11 থাকলে
সংখ্যা টি পূর্ণঘনসংখ্যা হয়ে  যাবে ]
∴ 11× 121
= 112 ×11
= 113= (একটি পূর্ণসংখ্যা)3
∴ 11 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।

(v) 1225

সমাধানঃ-

1225
= 5 ×245
= 5 ×5 ×49
= 5 ×5 ×7 ×7
= 52 ×72 [ এখানে আমরা দেখতে পাচ্ছি যে,একটি 7 ও একটি 5 থাকলে
সংখ্যা টি পূর্ণঘনসংখ্যা হয়ে  যাবে। ]
∴ 5 ×7 ×1225
= 5 ×7 ×52 ×72
= 5 ×52 ×7 ×72
= 53 ×73
= (5 ×7)3 = 353= (একটি পূর্ণসংখ্যা)3
∴ 35 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।

6. নীচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে  ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি।

(i)  7000   

সমাধানঃ-

7000
= 10×700
= 10×10×70
= 10×10×10×7
= 103×7 [ আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সংখ্যাটিকে পূর্ণঘনসংখ্যা হতে হলে 7 কে বাদ দিতে হবে।  সুতরাং  7 দিয়ে ভাগ করতে হবে। ]

∴ সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করে পায় ,

7000 ÷ 7
= (103×7)÷7
= 103=(একটি পূর্ণসংখ্যা)3
∴ সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘনসংখ্যা হবে।

(ii) 2662 

সমাধানঃ-

2662
= 2×1331
= 2×11×121
= 2×11×11×11
= 2×113 [ আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সংখ্যাটিকে পূর্ণঘনসংখ্যা হতে হলে 2 কে বাদ দিতে হবে। সুতরাং  2 দিয়ে ভাগ করতে হবে। ]

∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে পায় ,

2662÷2
= (2×113)÷2
= 113= (একটি পূর্ণসংখ্যা)3
∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘনসংখ্যা হবে ।

(iii) 4394  

সমাধানঃ-

4394
= 2 ×2197
= 2 ×13 ×169
= 2 ×13 ×13 ×13
= 2 ×133 [ আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সংখ্যাটিকে পূর্ণঘনসংখ্যা হতে হলে 2 কে বাদ দিতে হবে।  সুতরাং  2 দিয়ে ভাগ করতে হবে। ]

∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে পায়,

4394÷2
=(2 ×133)÷2
= 133 = (একটি পূর্ণসংখ্যা)3
∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘনসংখ্যা হবে ।

(iv) 6750   

সমাধানঃ-

6750
=5×1350
= 5×5×270
= 5×5×5×54
= 5×5×5×27×2
= 5×5×5×3×3×3×2
= 53×33×2 [ আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সংখ্যাটিকে পূর্ণঘনসংখ্যা হতে হলে 2 কে বাদ দিতে হবে। সুতরাং  2 দিয়ে ভাগ করতে হবে। ]

∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে পায়,

6750÷2
= (53×33×2)÷2
= 53×33
= (5×3)3 = 153 = (একটি পূর্ণসংখ্যা)3
∴ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘনসংখ্যা হবে

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

(v)  675

সমাধানঃ-

675
= 5×135
= 5×5×27
= 5×5×3×9
= 5×5×3×3×3
= 25×33 [ আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সংখ্যাটিকে পূর্ণঘনসংখ্যা হতে হলে 25 কে বাদ দিতে হবে। সুতরাং  25 দিয়ে ভাগ করতে হবে। ]

∴ সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করে পায়,

   675÷25
=(25×33)÷25
= 33 = (একটি পূর্ণসংখ্যা)3
∴ সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘনসংখ্যা হবে ।

7.  নীচের পূর্ণঘনসংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি ।

(i) 512  

সমাধানঃ-

512
=2×256
=2×2×128
= 2×2×2×64
= 2×2×2×2×32
= 2×2×2×2×2×16
= 2×2×2×2×2×2×8
= 2×2×2×2×2×2×2×4
= 2×2×2×2×2×2×2×2×2
= (2×2×2)×(2×2×2)×(2×2×2)
= 23×23×23
= (2×2×2)3
= 83
∴ 512 এর ঘনমূল হলো 8  .

(ii) 1728

সমাধানঃ-

1728
= 2×864
= 2×2×432
= 2×2×2×216
= 2×2×2×2×108
= 2×2×2×2×2×54
= 2×2×2×2×2×2×27
= 2×2×2×2×2×2×3×9
= 2×2×2×2×2×2×3×3×3
=(2×2×2)×(2×2×2)×(3×3×3)
= 23×23×33
= (2×2×3)3
=123
∴ 1728 এর ঘনমূল হলো 12 ।

(iii) 5832  

সমাধানঃ-

5832
= 2×2916
= 2×2×1458
= 2×2×2×729
= 2×2×2×9×81
= 2×2×2×9×9×9
= (2×2×2)×(9×9×9)
= 23×93
= (2×9)3
= 183
∴ 15625 এর ঘনমূল হলো 25 ।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

(iv) 15625   

সমাধানঃ-

15625
= 5×3125
= 5×5×625
= 5×5×5×125
= 5×5×5×5×25
= 5×5×5×5×5×5
= (5×5×5)×(5×5×5)
= 53×53
= (5×5)3
= 253
∴ 15625 এর ঘনমূল হলো 25 ।

(v) 10648

সমাধানঃ-

10648
= 2×5324
= 2×2×2662
= 2×2×2×1331
= 2×2×2×11×121
= 2×2×2×11×11×11
= (2×2×2)×(11×11×11)
= 23×113
= (2×11)3
= 223
∴ 10648 এর ঘনমূল হলো 22 ।

এই কষে দেখি 5.1 Class 8|Koshe Dekhi 5.1 Class 8 এর সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে share করবে এবং wbstudyhub.in এই ওয়েবসাইট কে বুকমার্ক করে রাখবে যাতে যে কোনো অধ্যায়ের অংক আটকালে তোমরা তা এখানে এসে দেখে নিতে পারবে।


আগামিতে আবার এই কষে দেওয়া অংকের প্রয়োজন হলে কি করবে?
কষে দেখি 5.1 Class 8 এর এই কষে দেওয়া অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
কষে দেখি 5.1 Class 8
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।

Request For Search 2

এই অধ্যায়টি থেকে ঘনফল এবং ঘনমূল নির্ণয় করা অনেকের কাছে খুব জটিল মনে হয় ! কিন্তু তোমরা যদি সঠিক পদ্ধতি মেনে ঘনফল নির্ণয় এর কষে দেখি তে যে সমস্ত অংক গুলি আছে সেগুলি করো তাহলে কোথাও বুঝতে অসুবিধে হবেনা । সেজন্যে তোমাদের বলবো তোমরা ঘনফল ও ঘনমূল করার সঠিক পদ্ধতিটি নিচের লিংক থেকে জানো এবং তারপর কষে দেখি এর অংক গুলি করলে নিশ্চয় কিছু পার্থক্য বুঝতে পারবে ।

odhyayer sarangs er image

click

ঘনফল নির্ণয় অধ্যায়ের-
feature image 3pointer কষে দেখি 5.2
feature image 3pointer কষে দেখি-5.3

গনিতপ্রভা অষ্টম শ্রেণীর সমস্ত অধ্যায়ের সমাধান-
অধ্যায়সমাধান
2. পাই চিত্র কষে দেখি 2
3. মূলদ সংখ্যার ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 3
4. বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 4.1
কষে দেখি 4.2
5. ঘনফল নির্ণয় অধ্যায়ের সারাংশ
কষে দেখি 5.1
কষে দেখি 5.2
কষে দেখি 5.3
6. পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 6
7. বিপ্রতীপ কোণের ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 7.1

8. সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম
অধ্যায়ের সারাংশ
কষে দেখি 8

9. ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক
অধ্যায়ের সারাংশ
কষে দেখি 9
10. ত্রৈরাশিক কষে দেখি 10.1
কষে দেখি 10.2
11. শতকরা
কষে দেখি 11
12. মিশ্রণ
কষে দেখি 12

13. বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ
কষে দেখি 13.1
কষে দেখি 13.2

14. বীজগাণিতিক সংখ্যামালার গ.সা.গু ও ল.সা.গু
কষে দেখি 14

15. বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ
কষে দেখি 15

16. ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই
কষে দেখি 16.1
কষে দেখি 16.2

17. সময় ও কার্য
কষে দেখি 17.1
কষে দেখি 17.2

18. লেখচিত্র
কষে দেখি 18

19. সমীকরণ গঠন ও সমাধান
কষে দেখি 19
20. জ্যামিতিক প্রমাণ কষে দেখি 20.1
কষে দেখি 20.2
কষে দেখি 20.3

share

এখানে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীতে কি কি পড়ানো হয়, মানে তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে কি আছে তা জানার জন্যে তোমরা তোমাদের শ্রেণীর সিলেবাস এখানে দেখে নিতে পারবে ।


Leave a Comment