কষে দেখি 6 Class 8।পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ কষে দেখি 6 | Koshe Dekhi 6 Class 8 WBBSE.

শ্রেনিঃ- অষ্টম ; অধ্যায়ঃ- পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ ; কষে দেখি 6



telegram logo

আমরা পূরক কোণ , সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ এর অধ্যায়ের সারাংশ তে জেনেছি –

( i ) পূরক কোণ

( ii ) সম্পূরক কোণ

( iii ) সন্নিহিত কোণ

কি এবং কাকে বলে!

যদি তোমরা অধ্যায়ের সারাংশ না দেখে থাকো তাহলে একবার দেখে নিও ।

Table of Contents

আমাদের শুধু অধ্যায়ের সারাংশ বুঝলেই হবেনা , তারসাথে আমি কতোটা শিখলাম , নিজে কতোটা বুঝলাম এবং নিজে নিজে কারোর সাহাজ্য ছাড়ায় কতোটা অংক সমাধান করতে পারবো তা আমাদের অষ্টম শ্রেণী-এর পূরক কোণ , সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ এর কষে দেখি 6 Class 8 | Koshe Dekhi 6 Class 8 থেকে অংক করলে তবেই আমরা বুঝতে পারবো।

শুধু তায় নয়, অংক যতো সমাধান করা যাবে ( নিজে নিজে ) ততো নিজের প্রতি বিশ্বাস টা শক্ত হবে। এমনকি এই বিষয়ে নতুন অংক সামনে পেলে সেটা করতে সাহস পাবে ।

insp c

এবার আমরা অষ্টম শ্রেণী-এর পূরক কোণ , সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ এর কষে দেখি 6|Koshe Dekhi 6 Class 8 আমরা শুরু করবো। । এখানে প্রতিটি অঙ্ক সুন্দর করে STEP BY STEP গুছিয়ে লেখা হয়েছে এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা সহজেই এই কষে দেখি 6 এর প্রতিটি অঙ্ক বুঝতে পারো তারসাথে ভবিষ্যতে এরকম অংক পরীক্ষায় আসলে তা যেনো সহজেই করে উঠতে পারো।

আগে তোমরা নিজেরা অংক গুলি করবে, তারপর যেখানে আটকে যাবে এখান থেকে দেখে নেবে ।

এখানে করে দেওয়া অংক গুলি ভালো ভাবে বোঝার জন্যে নিম্নে কিছু নির্দেশিকা তোমাদের জন্যে থাকলোঃ

কিছু উপদেশঃ-

( i ) প্রথমত এই অধ্যায়ের যে সারাংশ আমি তৈরি করেছি তোমাদের বোঝার জন্যে আগে অবশ্যই তোমরা সেটা দেখবে। তাহলে পূরক কোণ, সম্পূরক কোণ সম্পরকে ধারণা সহজ হবে বুঝতা।

( ii ) কষে দেখিতে যে অংকগুলো আছে সেগুলো করার সময় কোণের সংজ্ঞা গুলো মাথায় রাখবে তাহলে দেখবে কোথাও অসুবিধে হবেনা।

( iii ) সন্নিহিত কোণ সম্পর্কে খুব সুন্দর করে লেখা হয়েছে। তোমরা ওই বৈশিষ্ট্য গুলো সবসময় মাথায় রেখে অংকের সমাধান করবে।


আগামিতে এই কষে দেখি 6 Class 8 এর অংক গুলির সমাধানের প্রয়োজন হলে কি করবে?

আগামিতে আবার এই কষে দেওয়া অংকের প্রয়োজন হলে কি করবে?
কষে দেখি 6 Class 8 এর এই কষে দেওয়া অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
কষে দেখি 6 Class 8
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।

Request For Search 5

কষে দেখি 6 | Koshe Dekhi 6

কষে দেখি 6

1. মনে মনে ভাবি ও লিখিঃ

( a ) দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা দেখার জন্যে আমরা দুটি সূক্ষ্মকোণ নেবো ।

একটি 60° এবং অপরটি 30°

60° + 30° = 90°

অতএব 60° এবং 30° একে অপরের পূরক কোণ ।

অতএব দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে

( b ) দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

সূক্ষ্মকোণ যেহেতু 90° অপেক্ষা ছোটো , সেহেতু দুটি সূক্ষ্মকোণ এর যোগফল ও 180° অপেক্ষা ছোটো হবে।

কারণ,

সূক্ষ্মকোণ < 90°
সূক্ষ্মকোণ + সূক্ষ্মকোণ < 90° + 90°
সূক্ষ্মকোণ + সূক্ষ্মকোণ < 180°

আমরা এখানে দেখতে পাচ্ছি যে, দুটি সূক্ষ্মকোণ এর সমষ্টি কখনই 180° হতে পারে না। দুটি সূক্ষ্মকোণ এর সমষ্টি সবসময় 180° অপেক্ষা ছোটো হবে। অতএব কোনো দুটি সূক্ষ্মকোণ একে অপরের সম্পূরক হতে পারে না ।

অতএব দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না ।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

( c ) একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি । দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

স্থুলকোণ হলো 90° অপেক্ষা বড়ো কোণ । সুতরাং, একটি স্থুলকোণ এর সঙ্গে কোনো কোণই পূরক হতে পারেনা ।

কারণ,

স্থুলকোণ > 90°
স্থুলকোণ + সূক্ষ্মকোণ > 90°

আমরা দেখতে পাচ্ছি যে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ এর যোগফল সবসময় 90° অপেক্ষা বড়ো হবে ।

অতএব একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর পূরক হতে পারে না ।

আবার একটি সমকোণ হলো 90°। সুতরাং, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না ।

কারণ,

1 সমকোণ = 90°
1 সমকোণ + 1 সমকোণ = 90° + 90°
1 সমকোণ + 1 সমকোণ = 180°

অতএব আমরা দেখতে পাচ্ছি যে, দুটি সমকোণের যোগফল = 180° অর্থাৎ দুটি সমকোণের যোগ ফল সবসময় 90° অপেক্ষা বড়ো হবে ।

অতএব দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না ।

( d ) দুটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

স্থুলকোণ হলো 90° অপেক্ষা বড়ো এবং 180° অপেক্ষা ছোটো । সুতরাং, দুটি স্থুলকোণ এর যোগফল সবসময় 180° অপেক্ষা বড়ো হবে ।

90° < স্থুলকোণ < 180°
90° + 90° < স্থুলকোণ + স্থুলকোণ < 180° + 180°
180° < স্থুলকোণ + স্থুলকোণ < 360°

আমরা এখানে দেখতে পাচ্ছি যে, দুটি স্থুলকোণ এর যোগফল সবসময় 180° অপেক্ষা বড়ো হবে ।

অতএব দুটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না ।

( e ) দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

1 সমকোণ = 90°

1 সমকোণ = 90°
1 সমকোণ + 1 সমকোণ = 180°

আমরা দেখতে পাচ্ছি যে, দুটি সমকোণের যোগফল = 180°

অতএব দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে / হবে

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

( f ) একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখার জন্যে আমরা একটি সূক্ষ্মকোণ = 60° এবং একটি স্থুলকোণ=120° নিলাম।

60° + 120° = 180°

এখানে আমরা একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ নিয়েছি যাদের যোগফল = 180° ।

অতএব একটি সূক্ষ্মকোণ ও একটি স্থুলকোণ পরস্পর সম্পূরক হতে পারে ।


( g ) দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

আমরা দুটি সন্নিহিত কোণ আঁকলাম এবং দেখলাম দুটি কোণের সমষ্টি 90° হচ্ছে ।

অতএব দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে ।

( h ) দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি ।

সমাধানঃ-

আমরা দুটি সন্নিহিত কোণ আঁকলাম এবং দেখলাম দুটি কোণের সমষ্টি 180° হচ্ছে ।

অতএব দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে ।

2. নীচের সন্নিহিত কোণ গুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখিঃ

45° , 45° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর পূরক অর্থাৎ একে অপরের পূরক কোণ ।

আবার,

45° + 45° = 90°

45° , 45° কোণ দুটি একে অপরের পূরক কোণ ।

120° , 30° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর পূরক / সমপূরক কোনো টাই নয় ।

আবার,

120° + 30° = 150°
120° + 30° ≠ 90°
120° + 30° ≠ 180°

120° , 30° কোণ দুটি একে অপরের পূরক/সমপূরক কোনোটাই নয় ।

70° , 110° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর সম্পূরক , অর্থাৎ একে অপরের সম্পূরক কোণ ।

আবার,

70° + 110° = 180°

70° , 110° কোণ দুটি একে অপরের সম্পূরক ।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

42° , 48° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর পূরক অর্থাৎ, একে অপরের পূরক কোণ ।

আবার ,

42° + 48° = 90°

42° , 48° কোণ দুটি একে অপরের পূরক কোণ ।

37° , 43° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর পূরক / সমপূরক কোনো টাই নয় ।

37° + 43° = 80°
37° + 43° ≠ 90°
37° + 43° ≠ 90°
37° , 43° কোণ দুটি একে অপরের পূরক/সমপূরক কোনোটাই নয় ।

85° , 95° ;

সমাধানঃ-

কষে দেখি 6 q2

উপরের সন্নিহিত কোণগুলি আঁকলাম এবং দেখলাম কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ, একে অপরের সম্পূরক কোণ ।

আবার,

85° + 95° = 180°

85° , 95° কোণ দুটি একে অপরের সম্পূরক ।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

3. নীচের কোণগুলি দেখি ও কোন কোন কোণদুটি পরস্পর পূরক কোণ লিখিঃ

31° , 47° , 64° , 29° , 43° , 59° , 17° , 26°

সমাধানঃ-

31° এর পূরক কোণ

= 90° – 31°

=59°

অতএব 31° এবং 59° একে অপরের পূরক কোণ ।

47° এর পূরক কোণ

= 90° – 47°

= 43°

অতএব 47° এবং 43° একে অপরের পূরক কোণ ।

64° এর পূরক কোণ

= 90° – 64°

= 26°

অতএব 64° এবং 26° একে অপরের পূরক কোণ ।
উপরের কোণ গুলির মধ্যে 29° এবং 17° কোণ এর কোনো পূরক কোণ নেই ।

4. নীচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখিঃ

47° , 58° , 69° , 75° , 133° , 105° , 122° , 125°

সমাধানঃ-

47° এর সম্পূরক কোণ

= 180° – 47°

= 133°

অতএব 47° এবং 133° একে অপরের সম্পূরক কোণ ।

58° এর সম্পূরক কোণ

= 180° – 58°

= 122°

অতএব 58° এবং 122° একে অপরের সম্পূরক কোণ ।

75° এর সম্পূরক কোণ

= 180° – 75°

= 105°

অতএব 75° এবং 105° একে অপরের সম্পূরক কোণ ।
উপরের কোণ গুলির মধ্যে 69° এবং 125° কোণ এর কোনো সম্পূরক কোণ নেই ।

5. সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নীচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখিঃ

কষে দেখি 6 q5

সমাধানঃ-

সন্নিহিত কোণঃ

একই শীর্ষ বিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণদুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয় ।

প্রথম কোণজোড়া :-

কষে দেখি 6 5.a

এই কোণ দুটি সন্নিহিত কোণ , কারণ –

( i ) দুটি কোণের একই শীর্ষবিন্দু

( ii ) দুটি কোণের একটি সাধারণ বাহু

( iii )কোণদুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর বিপরীত পার্শ্বে অবস্থিত ।


দ্বিতীয় কোণজোড়া:-

কষে দেখি 6 5.b

এই কোণ দুটি সন্নিহিত কোণ নয় , কারণ –

দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলেও কোণ দুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর একই পার্শ্বে অবস্থিত ।


তৃতীয় কোণজোড়া:-

কষে দেখি 6 5.c

এই কোণ দুটি সন্নিহিত কোণ , কারণ –

( i ) দুটি কোণের একই শীর্ষবিন্দু

( ii ) দুটি কোণের একটি সাধারণ বাহু

( iii )কোণদুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর বিপরীত পার্শ্বে অবস্থিত ।


চতুর্থ কোণজোড়া:-

কষে দেখি 6 5.d

এই কোণ দুটি সন্নিহিত কোণ নয় , কারণ –

কোণদুটির একটি সাধারণ বাহু ও কোণদুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহুদুটি সাধারণ বাহু এর বিপরীত পার্শ্বে অবস্থিত হলেও কোণদুটির আলাদা আলাদা দুটি শীর্ষ বিন্দু ।


Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

6. নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণদুটির মান হলো-

35° , 45° ;

সমাধানঃ-

6.i 1

18° , 42° ;

সমাধানঃ-

6.ii 1

32° , 90° ;

সমাধানঃ-

6.iii 1

73° , 63°

সমাধানঃ-

6.iv

7. সায়ন্তনী একটি সরলরেখা AB আঁকল । আমি সেই সরল রেখার উপর কোনো বিন্দু P -তে অপর একটি রশ্মি PQ আঁকলাম । এর ফলে দুটি সন্নিহিত কোণ ∠BPQ ও ∠APQ তৈরি হলো । চাঁদার সাহায্যে মেপে ∠BPQ ও ∠APQ এর পরিমাপ লিখি ও ∠PQB + ∠PQA = কত লিখি ।

সমাধানঃ-

7.a

সায়ন্তনী একটি সরলরেখা AB আঁকল

7.b

আমি সেই সরল রেখার উপর কোনো বিন্দু P -তে অপর একটি রশ্মি PQ আঁকলাম

Slide10

এর ফলে দুটি সন্নিহিত কোণ ∠BPQ ও ∠APQ তৈরি হলো

Slide11

চাঁদার সাহায্যে মেপে ∠BPQ ও ∠APQ এর পরিমাপ পেলাম,

∠BPQ =60°

∠APQ = 120°

Slide12

∠PQB + ∠PQA = 128°


Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

8. শাকিল দুটি সন্নিহিত কোণ ∠ABC ও ∠ABD আঁকল যাদের সমষ্টি 180°; আমিও শাকিলের মতো ∠ABC ও ∠ABD এঁকে দেখি D, B ও C বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা ।

সমাধানঃ-

Slide13
আমিও শাকিলের মতো ∠ABC ও ∠ABD এঁকে দেখলাম D, B ও C বিন্দু তিনটি একই সরলরেখায় আছে।

9. পাশের ছবি থেকে x-এর মান নির্ণয় করি।

Slide14

সমাধানঃ-

x° + 80° + 3x° = 180°

বা, 4x° = 180° – 80°

বা, x° = 100°/4°

বা, x° = 25°

x-এর মান = 25

10. পাশের ছবিতে ∠AOP, ∠BOP এর চেয়ে 140° বেশি । ∠AOP ও ∠BOP – এর মান নির্ণয় করি ।

Slide15 1

সমাধানঃ-

যেহেতু ∠AOP, ∠BOP এর চেয়ে 140° বেশি, ∠AOP = ∠BOP + 140°

উপরের ছবি থেকে আমরা পায়,

∠AOP + ∠BOP = 180°
বা, ∠BOP + 140° + ∠BOP = 180°
বা, 2∠BOP = 180° – 140°
বা, ∠BOP = 40°/2
বা, ∠BOP = 20°

অতএব

∠AOP = ∠BOP + 140°
বা, ∠AOP = 20° + 140°
বা, ∠AOP = 160°

11. দুটি সন্নিহিত কোণের মান 35° ও 145° ; সন্নিহিত কোণের বহিঃস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি ।

সমাধানঃ-

দুটি সন্নিহিত কোণের মান 35° ও 145° ; সন্নিহিত কোণের বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত ।

Request For Share
সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্দুদের সাথে share করবে। নিজে শেখো ও অপরকে শিখতে সাহায্য করো।
Let’s Study Together………….
Share

[Sassy_Social_Share]

12. পাশের ছবিতে OA ও OE কিভাবে অবস্থিত লিখি ।

Slide16

সমাধানঃ-

পাশের ছবিতে OA ও OE একই সরলরেখায় অবস্থিত ।

এই কষে দেখি 6 Class 8|Koshe Dekhi 6 Class 8 এর সমাধান গুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে share করবে এবং wbstudyhub.in এই ওয়েবসাইট কে বুকমার্ক করে রাখবে যাতে যে কোনো অধ্যায়ের অংক আটকালে তোমরা তা এখানে এসে দেখে নিতে পারবে।


আগামিতে আবার এই কষে দেওয়া অংকের প্রয়োজন হলে কি করবে?
কষে দেখি 6 Class 8 এর এই কষে দেওয়া অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
কষে দেখি 6 Class 8
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।

Request For Search 5

তোমরা যদি সঠিক পদ্ধতি মেনে পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ কষে দেখি 6 তে যে সমস্ত অংক গুলি আছে সেগুলি করো তাহলে কোথাও বুঝতে অসুবিধে হবেনা । সেজন্যে তোমাদের বলবো তোমরা পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ এর বিষয়ে নিচের লিংক থেকে ভালভাবে জানো এবং তারপর কষে দেখি এর অংক গুলি করলে নিশ্চয় কিছু পার্থক্য বুঝতে পারবে ।

odhyayer sarangs er image
click

গনিতপ্রভা অষ্টম শ্রেণীর সমস্ত অধ্যায়ের সমাধান-
অধ্যায়সমাধান
2. পাই চিত্র কষে দেখি 2
3. মূলদ সংখ্যার ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 3
4. বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 4.1
কষে দেখি 4.2
5. ঘনফল নির্ণয় অধ্যায়ের সারাংশ
কষে দেখি 5.1
কষে দেখি 5.2
কষে দেখি 5.3
6. পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 6
7. বিপ্রতীপ কোণের ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 7.1

8. সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম
অধ্যায়ের সারাংশ
কষে দেখি 8

9. ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক
অধ্যায়ের সারাংশ
কষে দেখি 9
10. ত্রৈরাশিক কষে দেখি 10.1
কষে দেখি 10.2
11. শতকরা
কষে দেখি 11
12. মিশ্রণ
কষে দেখি 12

13. বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ
কষে দেখি 13.1
কষে দেখি 13.2

14. বীজগাণিতিক সংখ্যামালার গ.সা.গু ও ল.সা.গু
কষে দেখি 14

15. বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ
কষে দেখি 15

16. ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই
কষে দেখি 16.1
কষে দেখি 16.2

17. সময় ও কার্য
কষে দেখি 17.1
কষে দেখি 17.2

18. লেখচিত্র
কষে দেখি 18

19. সমীকরণ গঠন ও সমাধান
কষে দেখি 19
20. জ্যামিতিক প্রমাণ কষে দেখি 20.1
কষে দেখি 20.2
কষে দেখি 20.3

share

এখানে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীতে কি কি পড়ানো হয়, মানে তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে কি আছে তা জানার জন্যে তোমরা তোমাদের শ্রেণীর সিলেবাস এখানে দেখে নিতে পারবে ।



Leave a Comment