Class 8 এর WB বোর্ডের গণিত সমাধান|Class 8 Math Solution WBBSE.

গনিতপ্রভা অষ্টম শ্রেণী সমাধান |Class 8 Math Solution WBBSE.


তোমরা যারা নিজেরা অংক করতে ভালোবাসো অর্থাৎ নিজে নিজেই অংক সমাধান করার চেষ্টা করে থাকো তাদের সুবিধার জন্যে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের | WBBSE অষ্টম শ্রেণীর গণিতের সমাধান নিয়ে এই WB Class 8 Math Solution আমি তৈরি করেছি।

Without mathematics, there’s nothing you can do. Everything around you is mathematics. Everything around you is numbers.
— Shakuntala Devi, Indian writer and mental calculator

এখানে WB বোর্ডের ক্লাস 8 এর গণিত |Class 8 Math Solution WBBSE এর প্রতিটা অধ্যায় থেকে প্রথমে অধ্যায়ের সারাংশ বুঝিয়ে লেখা হয়েছে এবং প্রতিটি অধ্যায়ের কষে দেখি খুব সুন্দর করে লিখে বোঝানো হয়েছে ,তার সাথে যারা youtube এ ভিডীও তে দেখতে চাও তার লিঙ্ক ও দেওয়া আছে।


নিচের এই Telegram চ্যানেলটি তোমাদের সুবিধার জন্যে অর্থাৎ, তোমাদের

  • কি সমস্যা?
  • বিশেষ করে অংক বুঝতে কোথায় সমস্যা হয়!
  • নিজেদের মধ্যে আলোচনা
  • ক্যারিয়ার নিয়ে আলোচনা

ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এই গ্রুপটি তৈরি করা হয়েছে-


Class 8 এর WB বোর্ডের গণিত সমাধান |Class 8 Math Solution WBBSE



WB Class 8 Math Solution

আগামীতে এই Class 8 Math Solution WBBSE এর প্রয়োজন হলে কি করবে?

আগামিতে আবার WB Class 8 Math Solution এর প্রয়োজন হলে কি করবে?
WB Class 8 Math Solution এর এই অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
Class 8 Math Solution WBBSE
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।
Request For Search

Class 8 Math Solution WBBSE Chapter Wise-

এখানে Class 8 Math Solution WBBSE এর সমস্ত অধ্যায়ের কষে দেখি এর অংক করে দেওয়া হয়েছে-

  • 2. পাই চিত্র
    • কষে দেখি 2
  • 14. বীজগাণিতিক সংখ্যামালার গ.সা.গু ও ল.সা.গু

গনিতপ্রভা অষ্টম শ্রেণীর সমস্ত অধ্যায়ের সমাধান-
অধ্যায়সমাধান
2. পাই চিত্র কষে দেখি 2
3. মূলদ সংখ্যার ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 3
4. বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 4.1
কষে দেখি 4.2
5. ঘনফল নির্ণয় অধ্যায়ের সারাংশ
কষে দেখি 5.1
কষে দেখি 5.2
কষে দেখি 5.3
6. পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ অধ্যায়ের সারাংশ
কষে দেখি 6
7. বিপ্রতীপ কোণের ধারণা অধ্যায়ের সারাংশ
কষে দেখি 7.1
8. সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম অধ্যায়ের সারাংশ
কষে দেখি 8
9. ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক অধ্যায়ের সারাংশ
কষে দেখি 9
10. ত্রৈরাশিক কষে দেখি 10.1
কষে দেখি 10.2
11. শতকরা
কষে দেখি 11
12. মিশ্রণ
কষে দেখি 12
13. বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ কষে দেখি 13.1
কষে দেখি 13.2
14. বীজগাণিতিক সংখ্যামালার গ.সা.গু ও ল.সা.গু কষে দেখি 14
15. বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ অধ্যায়ের সারাংশ

কষে দেখি 15
16. ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি 16.1
কষে দেখি 16.2
17. সময় ও কার্য কষে দেখি 17.1
কষে দেখি 17.2
18. লেখচিত্র কষে দেখি 18
19. সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি 19
20. জ্যামিতিক প্রমাণ কষে দেখি 20.1
কষে দেখি 20.2
কষে দেখি 20.3

এখানে করে দেওয়া অংক গুলি ভালো ভাবে বোঝার জন্যে নিম্নে কিছু নির্দেশিকা তোমাদের জন্যে থাকলোঃ

কিছু উপদেশঃ-

  • প্রথমত প্রতিটি অংক খুবই সহজ ভাবে করা হয়েছে
  • প্রতিটি অঙ্কে এক লাইন থেকে আর এক লাইন কি কারনে হলো সেটা বলা হয়েছে এবং সেটা আলাদা box এর মধ্যে লিখে দেখানো হয়েছে।
    • তারসাথে arrow চিহ্ন প্রয়োগ করেও দেখানো হয়েছে

  • প্রতিটি লাইনে কি সুত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করা হয়েছে সেটা আলাদা করে পাশে উল্লেখ করা হয়েছে।

  • প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা সমাধানের শেষে আলাদা ভাবে box এর মধ্যে লিখে দেওয়া হয়েছে

আগে তোমরা অধ্যায়ের সারাংশ ভালো করে পড়বে। তারপর কষে দেখি তে যে অংক গুলো করে দেওয়া আছে সেগুলো আগে নিজে নিজে চেষ্টা করবে। না পারলে তখন Class 8 Math Solution WBBSE |পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত সমাধান থেকে দেখে নেবে। মনে রাখার জন্যে এই website টিকে bookmark করে রেখে দেবে । তাহলে যখনই অসুবিধা হবে একবার খুলে দেখে নেবে।
আগামিতে আবার Class 8 Math Solution WBBSE এর প্রয়োজন হলে কি করবে?
class 8 math solution wbbse এই অংক গুলি তোমাদের যদি আগামিতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা Google এ গিয়ে Search করবে-
class 8 math solution wbbse
তারপর icon এই চিহ্ন দেখে Click করলে আবার তোমরা এখানে এসে যাবে।
Request For Search


SEE ALSO

–> অষ্টম শ্রেণীর সিলেবাস / Syllabus Of Class VIII(8)

–> অষ্টম শ্রেণীর বই / Class VIII E-Book Download

–> অষ্টম শ্রেণীতে সরকারি সুবিধাঃ